ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জয়পুরহাটে শিশু অপহরনের দায়ে যাবজ্জীবন ৬

প্রকাশিত: ০২:৩০, ২৩ জুলাই ২০১৭

জয়পুরহাটে শিশু অপহরনের দায়ে যাবজ্জীবন ৬

নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট ॥ শিশু সাদ্দাম অপহরন মামলায় রবিবার অতিরিক্ত জেলা দায়রা জজ নারী শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল-২ এর বিচারক ড. আব্দুল মজিদ ৬ জনের যাবজ্জীবন কারাদন্ড ও প্রত্যেকের ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২ বছরের সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন। দন্ডিতরা হলো ফেরদৌস আলী, ছৈমদ্দিন মিয়া, ছামেদা বেগম, আব্দুল কাদের, আব্দুর রহিম এবং ইব্রাহিম হোসেন। এদের মধ্যে আব্দুর রহিম এবং ইব্রাহিম হোসেন পলাতক রয়েছে। এছাড়া মোঃ আলম নামে একজনকে খালাস দেওয়া হয়েছে। মামলার বিবরনে প্রকাশ ২০০১ সালের ২২ নভেম্বর রাত আনুমানিক ১২টার দিকে জেলার আক্কেলপুর উপজেলার নারীকেলী গ্রামের আব্দুস সালামের শয়নকক্ষে ৫/৬ জন দুর্বৃত্ত সিদ কেটে প্রবেশ করে সালামের ৯ বছর বয়সী পুত্র সাদ্দাম হোসেনকে অপহরন করে নিয়ে যায়। পরে তারা মুক্তিপন হিসাবে ২ লক্ষ টাকা দাবি করে। এ ব্যাপারে অপহৃতের চাচা আজিজার রহমান আক্কেলপুর থানায় মামলা দায়েরের পর পুলিশ অপহৃত সাদ্দামকে উদ্ধার করে। দায়েরকৃত মামলাটি প্রথমে পুলিশ এবং পরে সিআইডি তদন্ত করে ৮জনের বিরুদ্ধে চার্জশিট প্রদান করে। মামলা চলাকালীন সময়ে ১ জন আসামী মারা যায়।
×