ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বরিশালে এইচএসসিতে এবারো মেয়েরা এগিয়ে

প্রকাশিত: ০০:১৩, ২৩ জুলাই ২০১৭

বরিশালে এইচএসসিতে এবারো মেয়েরা এগিয়ে

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। গড় পাশের হার ৭০ দশমিক ২৮ ভাগ। জিপিএ ফাইভ পেয়েছে ৮১৫ পরীক্ষার্থী। এবারো গড় পাশ এবং জিপিএ ফাইভের ক্ষেত্রে মেয়েরা এগিয়ে রয়েছে। রবিবার বেলা সোয়া এগারোটায় শিক্ষা বোর্ডের সভাকক্ষে এ ফলাফল ঘোষণা করেন সচিব বিপ্লব কুমার ভট্টাচার্য্য। বোর্ড থেকে পাওয়া তথ্য অনুযায়ী এ বছর ৩২৯ কলেজের ১১৬টি কেন্দ্র অনুষ্ঠিত পরীক্ষায় ৬১ হাজার ৯৩২ জন পরীক্ষার্থীর মধ্যে অংশগ্রহণ করে ৬০ হাজার ৪৮৬ জন। এরমধ্যে পাস করেছে ৪২ হাজার ৫০৭ জন। যার গড় পাসের হার ৭০.২৮ ভাগ। যা গত বছরের চেয়ে দশমিক ১৫ ভাগ বেশি। একইভাবে এবারে জিপিএ ফাইভের সংখ্যা হলো ৮১৫টি। এই সংখ্যা গত বছরের চেয়ে ২৮টি বৃদ্ধি পেয়েছে। মেয়েদের বেলায় ২৯ হাজার ১৪৭ জন অংশ নিয়ে পাস করেছে ২১ হাজার ৩৯৬ জন। এদের গড় পাসের হার ৭৩.৪১। জিপিএ ৫ পেয়েছে ৪১৮ জন। ছেলেদের মধ্যে ৩১ হাজার ৩৩৯ জন অংশ নেয়। এরমধ্যে ২১ হাজার ১ ১১ জন পাস করেছে যার গড় ৬৭ দশমিক ৩৬। জিপিএ ৫ পেয়েছে ৩৯৭ জন। এবারে পাশের হারে বিভাগের ছয় জেলার মধ্যে ৭৫ দশমিক ৫৭ ভাগ পাশ করে পটুয়াখালী জেলা প্রথমস্থানে ও ৬০ দশমিক ১৮ ভাগ পাশ করে পিরোজপুর জেলা সবার শেষে অবস্থান করছে। যেখানে বরিশাল জেলার অবস্থান ৭০ দশমিক ১ ভাগ পাশ করে চতুর্থ স্থানে। ফলাফলের বিষয়ে বোর্ড সচিব বিপ্লব কুমার ভট্টাচার্য্য বলেন, সব মিলিয়ে ইংরেজী বিষয়ে ফলাফল খারাপ হয়েছে। এই বিষয়ে ফল ভালো হলে পাশের হার আরো বৃদ্ধি পেতো।
×