ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মার্কিন কংগ্রেসের নতুন নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত রাশিয়ার বিরুদ্ধে

প্রকাশিত: ২৩:১৯, ২৩ জুলাই ২০১৭

মার্কিন কংগ্রেসের নতুন নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত রাশিয়ার বিরুদ্ধে

অনলাইন ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রের জাতীয় কংগ্রেসের উভয় দলীয় নেতারা রাশিয়ার বিরুদ্ধে আরো নতুন নিষেধাজ্ঞা জারি করার ব্যাপারে একমত হয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা- বিবিসি জানাচ্ছে, গত বছরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ থাকার কারণেই রাশিয়ার বিরুদ্ধে এই ধরণের পদক্ষেপ নিতে যাচ্ছে তারা। মার্কিন কংগ্রেসের নেতারা এমন আইন পাসের ব্যাপারেও ভাবছেন যে, এর ফলে রুশদের বিরুদ্ধে নতুন মার্কিন নিষেধাজ্ঞা তুলে দিতে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা অনেকটাই সীমিত থাকবে। যদিও এর আগে ট্রাম্প বলেছেন, ক্রেমলিনের সঙ্গে সম্পর্ক বাড়িয়ে নতুন করে কাজ করায় আগ্রহী যুক্তরাষ্ট্র। ইতোমধ্যে রিপাবলিকান শিবিরের সঙ্গে রুশ সংযোগ নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে। এছাড়া মার্কিন কংগ্রেসের পক্ষ থেকেও এ ব্যাপারে ট্রাম্প কার্যালয়কে দোষারোপ করা হয়েছে। যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ সরকার এসব অভিযোগকে প্রত্যাখ্যান করেছেন। বিবিসি।
×