ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রাজশাহী শিক্ষাবোর্ডে পাসের হার ৭১.৩০

প্রকাশিত: ২১:৪৪, ২৩ জুলাই ২০১৭

রাজশাহী শিক্ষাবোর্ডে পাসের হার ৭১.৩০

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী শিক্ষাবোর্ডের অধীন অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় এ বছর পাসের হার ৭১ দশমিক ৩০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ২শ' ৯৪ জন শিক্ষার্থী। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তরুণ কুমার সরকার রবিবার বেলা ১টায় সাংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য জানিয়েছেন। প্রাপ্ত ফলাফলে দেখা যায় গতবারের চেয়ে এবছর রাজশাহী শিক্ষাবোর্ডের এইচএসসি পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির কমেছে। গত ববছর বোর্ডে পাসের হার ছিল ৭৫ দশমিক ৪০ শতাংশ। ফলে পাসের হার কমেছে ৪ দশমিক ১ শতাংশ। গতবার জিপিএ-৫ পেয়েছি ৬ হাজার ৭৩ জন। এবার পেয়েছে ৫ হাজার ২শ' ৯৪ জন। ফলে জিপিএ-৫ কমেছে ৭শ' ৭৯ জনের। রাজশাহী শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তরুণ কুমার সরকার জানান, এই শিক্ষাবোর্ড থেকে এবার মোট ১ লাখ ২৩ হাজার ৬শ’ ১৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল। আগের বছর ছিল ১ লাখ ৭ হাজার ৯০ জন। ফলে এবার পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ১৬ হাজার ৫শ’ ২৬ জন। ঝরে পড়ার হার কমে যাওয়ায় এবং পাসের হার বাড়ায় প্রতি বছর পরীক্ষার্থীর সংখ্যা বাড়ছে বলে মনে করছেন পরীক্ষা নিয়ন্ত্রক। তিনি জানান, রাজশাহী বোর্ডের অধীনে অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষায় এবার ৬৮ হাজার ১শ’ ২৯ জন ছাত্র এবং ৫৫ হাজার ৪শ’ ৮৭ জন ছাত্রী রয়েছে। মোট পরীক্ষার্থীর মধ্যে নিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা ৯৯ হাজার ৭শ’ ৮০ জন, অনিয়মিত ২২ হাজার ৫শ’ ৬২ জন, জিপিএ উন্নয়ন ১ হাজার ১শ’ ১৪ জন ও প্রাইভেট পরীক্ষার্থী রয়েছে ১শ’ ৬০ জন। রাজশাহী শিক্ষা বোর্ডে এবার এক বিষয়েই অকৃতকার্য হয়েছে ২৭ হাজার ৪৬১ জন। যা গক বছরের চেয়ে ১০ হাজারের বেশী।
×