ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

ইইউ’র সমালোচনায় নেতানিয়াহু

প্রকাশিত: ১৮:৪০, ২৩ জুলাই ২০১৭

ইইউ’র সমালোচনায় নেতানিয়াহু

অনলাইন ডেস্ক ॥ ইউরোপীয় ইউনিয়নের কড়া সমালোচনা করেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তিনি বৃহস্পতিবার পূর্ব ইউরোপের চার দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন। কিন্তু তার কথাগুলো মাইক্রোফোনে শুনতে পান সাংবাদিকরা। পরে টের পেয়ে সংযোগ কেটে দেন কর্মকর্তারা। সেখানে তিনি আইএস, ভারতের প্রধানমন্ত্রী মোদী, চীন এবং ইরান নিয়েও কথা বলেন। ইউরোপকে তিনি ‘উন্মাদ’ বলে মন্তব্য করেন। হাঙ্গেরির বুদাপেস্টে অনুষ্ঠিত বৈঠকে হাঙ্গেরি, পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র ও স্লোভাকিয়ার সরকার প্রধানদের উদ্দেশে নেতানিয়াহু বলেন, আমরা একটা হাস্যকর পরিস্থিতির মধ্যে আছি। বিশ্বে একমাত্র জোট ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) যারা আমাদের সঙ্গে সম্পর্ক তৈরিতে শর্ত আরোপ করে। তাও আবার রাজনৈতিক শর্ত। চীন এবং ভারতের সঙ্গে ইসরাইলের খুব ভাল সম্পর্ক আছে বলেও তিনি উল্লেখ করেন। সমপ্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর সম্পর্কে তিনি বলেন, প্রধানমন্ত্রী মোদী ভারতের স্বার্থ দেখছেন। মোদী আমাকে বলেছেন, আমি আরো পানি চাই, পরিষ্কার পানি চাই, কোথায় পাবো? আইএসের সঙ্গে তাদের সম্পর্ক ঠিক থাকলেও ইরানের সঙ্গে নেই বলে উল্লেখ করেন নেতানিয়াহু। সুত্র: এনডিটিভি।
×