ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজনীতি করতে সাহস লাগে ॥ সেতুমন্ত্রী

প্রকাশিত: ১৮:১৫, ২৩ জুলাই ২০১৭

রাজনীতি করতে সাহস লাগে ॥ সেতুমন্ত্রী

অনলাইন রিপোর্টার ॥ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাজনীতি করতে হলে সাহস লাগে, মামলা মোকাবিলা করতে হবে। কিন্তু তারেক রহমানের কোনোটাই নেই। আজ রবিবার সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে জাতীয় পাবলিক সার্ভিস দিবসের অনুষ্ঠানে বিএনপি নেতাদের উদ্দেশে তিনি এই মন্তব্য করেন। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘মামলার ভয়ে পালিয়ে না গিয়ে সেটি জনগণের ওপর ছেড়ে দেওয়া উচিত। মামলা রাজনৈতিকভাবে মোকাবিলা করা উচিত। ’ সেতুমন্ত্রী আরও বলেন, ‘আওয়ামী লীগও চায়, সবাই নির্বাচনে আসুক। কিন্তু যাঁরা লেভেল প্লেয়িং ফিল্ডের কথা বলছেন, তাঁদের মুখের বিষে নির্বাচনের মাঠ নষ্ট হয়ে যাচ্ছে। রাজনীতিতে আক্রমণ থাকবে। কিন্তু ব্যক্তিগত আক্রমণ শোভনীয় নয়।
×