ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিউলকে চড়া মূল্য দিতে হবে ॥ পিয়ংইয়ং

প্রকাশিত: ১৮:০১, ২৩ জুলাই ২০১৭

সিউলকে চড়া মূল্য দিতে হবে ॥ পিয়ংইয়ং

অনলাইন ডেস্ক ॥ উত্তর কোরিয়ার আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা জানানোয় সিউলকে চড়া মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে পিয়ংইয়ং। উত্তর কোরিয়ার সরকারি দৈনিক রডংসিনমুন এ হুঁশিয়ারি উচ্চারণ করেছে। ৪ জুলাইয়ের উত্তর কোরিয়ার আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা জানিয়ে সিউলের সংসদ চলতি মাসের ১৮ তারিখে একটি প্রস্তাব গ্রহণ করে। এতে হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়, অব্যাহত উসকানিকে কেন্দ্র করে উত্তর কোরিয়ার নেতৃবৃন্দ স্থায়ী ভাবে বিলুপ্ত হয়ে যেতে পারেন। উত্তর কোরিয়ার দৈনিকে বলা হয়েছে, পিয়ংইয়ংয়ের প্রতিরক্ষামূলক ব্যবস্থাকে চ্যালেঞ্জ করার চড়া মূল্য দিতে হবে দক্ষিণ কোরিয়াকে। এতে আরো বলা হয়, দেশটির প্রতি মার্কিন পরমাণু হুমকি এবং বৈরী নীতির অবসান না হওয়ায় নিজ পরমাণু বাহিনীর শক্তি বাড়ানোর পথ থেকে এই ইঞ্চিও সরে আসবে না উত্তর কোরিয়া।
×