ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

যে কাউকে ক্ষমা করার অধিকার আমার আছে ॥ ট্রাম্প

প্রকাশিত: ১৭:৫৯, ২৩ জুলাই ২০১৭

যে কাউকে ক্ষমা করার অধিকার আমার আছে ॥  ট্রাম্প

অনলাইন ডেস্ক ॥ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যে কাউকে ক্ষমা করার অধিকার আমার আছে। ওয়াশিংটন পোস্টের একটি রিপোর্টের জবাবে তিনি এই মন্তব্য করেন। ওয়াশিংটন পোস্টের এই সপ্তাহের এক রিপোর্টে জানানো হয়, ট্রাম্প এবং তার আইনজীবীদের একটি দল পরীক্ষা-নিরীক্ষা করছেন, রাশিয়া ইস্যুতে প্রেসিডেন্ট ট্রাম্প তার পরিবারের সদস্য, সহযোগী এমনকি নিজেকে ক্ষমা করতে পারেন কিনা। কারণ গত প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপ করেছিল এমন অভিযোগের তদন্ত চলছে। তদন্ত প্রমাণিত হলে প্রেসিডেন্ট ট্রাম্প কী করতে পারেন তা নিয়ে আলোচনা চলছে। এ প্রসঙ্গে গতকাল শনিবার টুইট বার্তায় ট্রাম্প আরো বলেন, সবাইতো জানেন যে প্রেসিডেন্টের যে কাউকে ক্ষমা করার অধিকার আছে। তাহলে ভুয়া সংবাদ প্রকাশ করা হচ্ছে কেন? এদিকে নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনের কারণে আইএস নেতা বাগদাদিকে ধরা সম্ভব হয়নি বলে অভিযোগ উঠেছে। এ নিয়েও সমালোচনা করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
×