ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পশ্চিম তীরে ছুরিকাঘাতে ৩ ইসরাইলী নিহত

প্রকাশিত: ০৮:১৪, ২৩ জুলাই ২০১৭

পশ্চিম তীরে ছুরিকাঘাতে ৩ ইসরাইলী নিহত

জনকণ্ঠ ডেস্ক ॥ জেরুজালেমে আল-আকসা এলাকায় ইসরাইলী কর্তৃপক্ষের নতুন নিরাপত্তা বেষ্টনী বসানোকে কেন্দ্র করে সহিংস পরিস্থিতি অব্যাহত রয়েছে। পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরে শুক্রবার ফিলিস্তিনি ও ইসরাইলী সৈন্যদের ব্যাপক সংঘর্ষে তিন ফিলিস্তিনি নিহত এবং শতাধিক আহত হয়। এরপর অধিকৃত পশ্চিম তীরে রামাল্লা শহরের কাছে একটি ইহুদী বসতিতে এক আক্রমণে তিন ইসরাইলী বেসামরিক লোক নিহত হয়েছে। তাদের ছুরিকাঘাতে হত্যা করা হয়। খবর বিবিসির। জানা গেছে, একজন ফিলিস্তিনি একটি বাড়িতে ঢুকে ওই তিনজনকে হত্যা করে, পরে একজন প্রতিবেশী আক্রমণকারীকে গুলি করে আহত করার পর তাকে আটক করা হয়। আক্রমণকারীর বয়স ১৯ বছর বলে জানা গেছে। ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, তিনি ইসরাইলের সঙ্গে সব রকম যোগাযোগ বন্ধ করে দিচ্ছেন।
×