ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ক্যাম্পাস সংবাদ ॥ প্রাইম ইউনিভার্সিটিতে নবীনবরণ

প্রকাশিত: ০৬:৩১, ২৩ জুলাই ২০১৭

ক্যাম্পাস সংবাদ ॥ প্রাইম ইউনিভার্সিটিতে নবীনবরণ

সম্প্রতি নানা আয়োজনের মধ্য দিয়ে প্রাইম ইউনিভার্সিটির ৪৫তম ব্যাচের নবীন বরণ অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে (মাজার রোড, মিরপুর) অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ে বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর শাহাবুদ্দীন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম আবদুস সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের সিনিয়র ভাইস চেয়ারম্যান আশ্রাফ আলী, ভাইস চেয়ারম্যান নৃপেণ মৈত্র, বোর্ড অব ট্রাস্টিজের কোষাধ্যক্ষ মামুন সোবহান, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ আরশাদ আলী, পরীক্ষা নিয়ন্ত্রক নূর হোসেন তালুকদার, ব্যবসায় অনুষদের ডিন প্রফেসর আবদুর রহমান, রেজিস্ট্রার এম এ জব্বার প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে মীর শাহাবুদ্দীন বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যতের নানা কর্মকা- তুলে ধরে শিক্ষার্থীদের লেখাপড়ার মনোনিবেশ করার আহ্বান জানান। এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশের আগামী দিনের নেতৃত্ব দেবে এমনটিই আশাবাদ ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে মুক্তিযুদ্ধের চেতনায় জীবন পরিচালনার আহবান জানান তিনি। আশ্রাফ আলী বলেন, মূলত দেশ সেবার লক্ষ্য নিয়েই এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়েছে। শিক্ষার্থীদের টিউশনি ফির সকল অর্থ শিক্ষার্থীর পেছনেই ব্যয় করা হচ্ছে। এ কারণে তুলনামূলক কম টিউশনি ফি দিয়ে এই বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ রয়েছে। বক্তারা বলেন, দেশে উচ্চশিক্ষার বিস্তার ঘটেছে। এখন প্রধান চ্যালেঞ্জ হচ্ছে উচ্চশিক্ষা পর্যায়ে শিক্ষার গুণগতমান বজায় রাখা। প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে গুণগত ও মানসম্পন্ন শিক্ষার কোন বিকল্প নেই। এ ক্ষেত্রে প্রাইম ইউনিভাসিটি এগিয়ে আছে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ক্যাম্পাস প্রতিবেদক
×