ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নিয়মরক্ষার ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আজ ফিলিস্তিন

প্রকাশিত: ০৬:২০, ২৩ জুলাই ২০১৭

নিয়মরক্ষার ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আজ ফিলিস্তিন

স্পোর্টস রিপোর্টার ॥ এএফসি অনুর্ধ-২৩ চ্যাম্পিয়নশিপ ফুটবল বাছাইপর্বের ‘ই’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ অ-২৩ জাতীয় ফুটবল দল। ফিলিস্তিনের হেবরনের দুরা স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ স্বাগতিক ফিলিস্তিন। খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায়। আগের দুই হারে (বিপক্ষ জর্দান ০-৭ এবং বিপক্ষ তাজিকিস্তান ১-৩) এই আসর থেকে ইতোমধ্যেই বিদায় নিয়েছে বাংলাদেশ। আজ ফিলিস্তিনের বিরুদ্ধে তারা খেলতে নামতে নিছকই নিয়মরক্ষা করার জন্য। আগের দুই ম্যাচ দেখে অন্তত ফিলিস্তিনের বিপক্ষে জয়টা আশা করবেন না কেউ। তবে তাজিকিস্তানের বিপক্ষে প্রথমার্ধে যে ঘুরে দাঁড়ানোর মানসিকতা দেখিয়েছিলেন সোহেলরা। তাতে অন্তত বড় ব্যবধানে হার এড়ানোর স্বপ্নটা দেখতে পারে বাংলাদেশ। এর আগে তিনবার মুখোমুখি হয় বাংলাদেশ ও ফিলিস্তিন। তবে সেগুলো ছিল সিনিয়র জাতীয় দলের ম্যাচ। তিনবারের দেখায় দুইবারই হেরেছে বাংলাদেশ। এক ম্যাচ করেছে ড্র। এএফসি চ্যালেঞ্জ কাপে প্রথমবার মুখোমুখি হয় দুই দল। ২০০৬ সালের ৫ এপ্রিল ওই ম্যাচে ফিলিস্তিনের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল লাল-সবুজরা। এরপর একটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচে ২০১১ সালের ২১ মার্চ মুখোমুখি হয় দুই দল। ঐ ম্যাচে ২-০ গোলে জিতে ফিলিস্তিন। সর্বশেষ ২০১৩ সালের দুই মার্চ এএফসি এশিয়ান কাপে ১-০ গোলে হারে বাংলাদেশ। যুব বা বয়সভিত্তিক পর্যায়ে এই প্রথম মুখোমুখি হচ্ছে দুই দল। দুই ম্যাচে শূন্য পয়েন্ট নিয়ে বাংলাদেশ আছে ‘ই’ গ্রুপে চার দলের মধ্যে তলানিতে। আজ তারা জিতলে-হারলে কিছুই আসবে-যাবে না। কিন্তু ফিলিস্তিনের জন্য ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। ২ খেলায় ১ জয় ও ১ ড্রতে ৪ পয়েন্ট নিয়ে তারা আছে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে। তাদের সমান পয়েন্ট তাজিকিস্তানেরও। তবে গোলগড়ে এগিয়ে থাকায় (তাজিকিস্তানের +২, ফিলিস্তিনের +১) তারা আছে শীর্ষে। বাংলাদেশের বিপক্ষে বেশি গোলে জিতলে ফিলিস্তিন গ্রুপসেরা হওয়ার ক্ষেত্রে কিছুটা এগিয়ে থাকবে, সেক্ষেত্রে তাজিকিস্তানকেও বেশি গোলে হারাতে হবে জর্দানকে। তিন পয়েন্ট নিয়ে জর্দান আছে তৃতীয় স্থানে। সুস্থ হয়ে আজ ফিরছেন বাদল রায় স্পোর্টস রিপোর্টার ॥ জাতীয় পুরস্কারপ্রাপ্ত, সাবেক জাতীয় ফুটবলার এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ও বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের (বিওএ) সহ-সভাপতি বাদল রায় গত ৫ জুন মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে জরুরী চিকিৎসার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তাকে সিঙ্গাপুরের একটি হাসপাতালে ভর্তির ব্যবস্থা এবং এয়ার এ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে প্রেরণ করা হয়। বাদল রায় চিকিৎসা শেষে আজ রবিবার রাত ৯টায় বিমানযোগে ঢাকায় ফিরবেন।
×