ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নতুন চুক্তির খুব কাছে ওজিল

প্রকাশিত: ০৬:১৯, ২৩ জুলাই ২০১৭

নতুন চুক্তির খুব কাছে ওজিল

স্পোর্টস রিপোর্টার ॥ ২০১৭/১৮ মৌসুমের পরই আর্সেনালের সঙ্গে মেসুত ওজিলের বর্তমান চুক্তির মেয়াদ শেষ। তাই জার্মানির বিশ্বকাপ জয়ী এই তারকা ফুটবলারকে নিয়ে গুঞ্জনের শেষ নেই। কিন্তু সব গুঞ্জন দূরে ঠেলে গানারদের সঙ্গেই নতুন করে চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছেন ২৮ বছর বয়সী এই তারকা ফুটবলার। বিভিন্ন প্রতিবেদনে উঠে আসা খবরের ভিত্তিতে জানা যায়, নতুন চুক্তি অনুযায়ী সপ্তাহে ২৮০,০০০ পাউন্ড পাবেন আর্সেনালের এই জার্মান প্লে-মেকার। ২০১৩ সালে স্পেনের জায়ানট ক্লাব রিয়াল মাদ্রিদ ছেড়ে ইংলিশ প্রিমিয়ার লীগে নতুন করে ঠিকানা গড়েছিলেন মেসুত ওজিল। ৪২.৫ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে আর্সেনালে যোগ দিয়েছিলেন তিনি। প্রিমিয়ার লীগে শুরুতে আলো ছড়ালেও পরবর্তীতে সেই ধার আর দেখা যায়নি তার। তবে হাল ছাড়েননি ওজিল। নিজেকে স্বরূপে ফেরানোর লক্ষ্যে সবধরনের চেষ্টাই করে যাচ্ছেন তিনি। এদিকে মেসুত ওজিলের সঙ্গে আর্সেনাল ছাড়ার গুঞ্জন ছিল চিলিয়ান তারকা এ্যালেক্সিস সানচেজেরও। দুর্দান্ত ফর্মে থাকা এই ফরোয়ার্ডকে পেতে অবশ্য আগ্রহ প্রকাশ করে ইউরোপের বেশ কয়েকটি বড় বড় ক্লাব। কিন্তু সানচেজ এখনও আর্সেনাল ছাড়ার বিষয়ে মুখ খোলেননি। ওয়ালটন ঢাকা মহানগরী ফুটবল স্পোর্টস রিপোর্টার ॥ ঢাকা মহানগরী ফুটবল লীগ কমিটির ব্যবস্থাপনায় ২৭ জুলাই থেকে শুরু হতে যাচ্ছে নতুন একটি ফুটবল টুর্নামেন্ট ‘ঢাকা মহানগরী ফুটবল টুর্নামেন্ট’। পৃষ্ঠপোষকতায় ওয়ালটন। ১২ দল এতে ৪ গ্রুপে বিভক্ত হয়ে অংশ নেবে। এই দলগুলো প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগ লীগের দল, বিকেএসপি ও বাফুফের অনুর্ধ-১৬ ফুটবল দল এবং পাইওনিয়র ফুটবল লীগের দল। এ উপলক্ষে শনিবার বাফুফে ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান ঢাকা মহানগরী ফুটবল লীগ কমিটির চেয়ারম্যান হারুনুর রশিদ। এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের অপারেটিভ ডিরেক্টর (হেড অব স্পোর্টস এ্যান্ড ওয়েলফেয়ার) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) ও কো-স্পন্সর মিনিস্টার ফ্রিজের চেয়ারম্যান এমএ রাজ্জাক খান। টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া দলগুলো হল : ‘ক’ গ্রুপ- টাঙ্গাইল ফুটবল একাডেমি, ডঃ ওয়াজেদ মিয়া ক্রীড়াচক্র, আসাদুজ্জামান ফুটবল একাডেমি, ‘খ’ গ্রুপ- মনসুর স্পোর্টিং ক্লাব, শান্তিনগর ক্লাব, আরাফ স্পোর্টিং ক্লাব, ‘গ’ গ্রুপ-আজমপুর ফুটবল ক্লাব, উত্তরা, মীর হাজীরবাগ স্পোর্টিং ক্লাব, বাফুফে অ-১৬ একাদশ, ‘ঘ’ গ্রুপ-বিকেএসপি, রেইনবো এ্যাথলেটিক ক্লাব ও নারিন্দা জুনিয়র লায়ন্স ক্লাব। ২৭ জুলাই টাঙ্গাইল ফুটবল একাডেমি ও আসাদুজ্জামান ফুটবল একাডেমির মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে এই আসরের। ওয়েসেলস যেখানে প্রথম স্পোর্টস রিপোর্টার ॥ প্রথম দুই ম্যাচে বড় ইনিংস খেলতে পারেননি। প্রথম ম্যাচে ১৯, দ্বিতীয় ম্যাচে ৯। রিকি ওয়েসেলস অবশেষে তৃতীয় ম্যাচে জ্বলে উঠলেন, ঝোড়ো সেঞ্চুরিতে গড়লেন রেকর্ড। ইংল্যান্ডের ন্যাটওয়েস্ট টি২০ ব্লাস্টে নটিংহ্যামশায়ারের হয়ে ডার্বিশায়ারের বিপক্ষে ৫৪ বলে ১১০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ওয়েসেলস। নটিংহ্যামশায়ারের প্রথম ব্যাটসম্যান হিসেবে টি২০তে সেঞ্চুরি করলেন তিনি। ট্রেন্ট ব্রিজে ওপেনিংয়ে নামা ওয়েসেলস সেঞ্চুরি পূর্ণ করেন ৫০ বলে। ১৬তম ওভারে আউট হওয়ার আগে ৫৪ বলে ১১ চার ও ৭ ছক্কায় ১১০ রানের ইনিংসটা সাজান তিনি। এছাড়া ব্রেন্ডন টেলর ৪২ বলে অপরাজিত ৬৭ ও ড্যানিয়েল ক্রিস্টিয়ান ১৮ বলে করেন অপরাজিত ৩২ রান। নটিংহ্যামশায়ার ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে তোলে টি২০তে নিজেদের সর্বোচ্চ ২২৭ রান। জবাবে ওয়েইন ম্যাডসেনের ৪৪ বলে অপরাজিত ৮৬ রানের ঝোড়ো ইনিংসের পরও ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২২২ রানের বেশি করতে পারেনি ডার্বিশায়ার। ৪৪৯ রানের ম্যাচে নটিংহ্যামশায়ার জেতে ৫ রানে। টুর্নামেন্টে তৃতীয় ম্যাচে এটি নটিংহ্যামশায়ারের প্রথম জয়। ডার্বিশায়ারের পঞ্চম ম্যাচে দ্বিতীয় হার। অস্ট্রেলিয়ায় জন্ম নেয়া ডানহাতি ওয়েসেলসের প্রথমশ্রেণীতে সেঞ্চুরি রয়েছে ২১টি, লিস্ট-এ ম্যাচে ৪টি।
×