ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জাতীয় এ্যাথলেটিক্সে চ্যাম্পিয়ন সেনাবাহিনী

প্রকাশিত: ০৬:১৮, ২৩ জুলাই ২০১৭

জাতীয় এ্যাথলেটিক্সে চ্যাম্পিয়ন সেনাবাহিনী

স্পোর্টস রিপোর্টার ॥ এনআরবি কমার্শিয়াল ব্যাংক জাতীয় সামার এ্যাথলেটিক্স প্রতিযোগিতা শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শেষ হয়েছে। দুইদিনব্যাপী এই প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী ১৮ স্বর্ণ, ১৭ রৌপ্য ও ১৩ তাম্রসহ মোট ৪৮ পদক নিয়ে আসর সেরা হয়েছে। রানার্সআপ হয়েছে বাংলাদেশ নৌবাহিনী ১২ স্বর্ণ, ১১ রৌপ্য ও ১০টি তাম্রসহ ৩৩ পদক নিয়ে। বাংলাদেশ জেল ৪ স্বর্ণ, ৩ রৌপ্য ও ৪টি তাম্রসহ মোট ১১টি পদক নিয়ে তৃতীয় স্থান অধিকার করেছে। শ্রেষ্ঠ এ্যাথলেট নির্বাচিত হয়েছেন পুরুষ বিভাগে আল আমিন (বাংলাদেশ সেনাবাহিনী, ১৫০০ মিটার এবং ৫০০০ মিটার দৌড়ে স্বর্ণপদক এবং ৮০০ মিটার দৌড়ে তাম্রপদক) এবং মহিলা বিভাগে সুমি আক্তার (বাংলাদেশ সেনাবাহিনী, ৮০০, ১৫০০ এবং ৩০০০ মিটার দৌড়ে স্বর্ণপদক এবং ৪০০ মিটার দৌড়ে রৌপ্যপদক)। নির্ধারিত সময়েই শুরু প্রিমিয়ার লীগ ফুটবল স্পোর্টস রিপোর্টার ॥ অবশেষে সব গুজব উড়িয়ে দিয়ে নির্ধারিত দিনেই হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লীগ। আগামী ২৮ জুলাই থেকে ১২ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের লীগ। বাফুফে প্রকাশিত সূচী অনুযায়ী উদ্বোধনী দিনে একই সময়ে ঢাকা এবং চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে ম্যাচ দিয়ে শুরু হবে লীগ। ২৮ জুলাই বিকেল সাড়ে ৫টায় ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে লীগের বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা আবাহনীর মুখোমুখি হবে নবাগত দল সাইফ স্পোর্টিং ক্লাব লিমিটেড। একইদিনে একই সময়ে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনী মুখোমুখি হবে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব লিমিটেডের। শনিবার বাফুফে ভবনে পেশাদার লীগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদীর নেতৃত্বে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে নির্ধারিত দিনেই পেশাদার লীগ মাঠে গড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়।
×