ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ম্যারাথন সাঁতারে কুনহার টানা দ্বিতীয় স্বর্ণ

প্রকাশিত: ০৬:১৬, ২৩ জুলাই ২০১৭

ম্যারাথন সাঁতারে কুনহার টানা দ্বিতীয় স্বর্ণ

স্পোর্টস রিপোর্টার ॥ উন্মুক্ত জলরাশির দূরপাল্লার সাঁতারে যে কয়েকটি ম্যারাথন ইভেন্ট আছে তার মধ্যে একটিতে সেরা অবস্থানে এ্যানা মারসেলা কুনহা। ব্রাজিলের এ মহিলা সাঁতারু ২৫ কিলোমিটার সাঁতারে নিজের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছেন আবার। বুদাপেস্টে তিনি শুক্রবার স্বর্ণপদক জিতেছেন আবার বিশ্ব এ্যাকুয়াটিক চ্যাম্পিয়নশিপস আসরে। গতবারও তিনিই এই ইভেন্টে ছিলেন স্বর্ণপদক বিজয়ী। ২৫ বছর বয়সী এ তরুণীকে একবারও ছুঁতে পারেননি অন্য কেউ। আর একই ইভেন্টের পুরুষদের প্রতিযোগিতায় ফ্রান্সের এ্যাক্সেল রেমন্ড জিতেছেন স্বর্ণপদক। বুদাপেস্টে সবার দৃষ্টি ছিল এ্যাক্সেলের দিকে। কারণ ২০১৪ ও ২০১৬ সালে অনুষ্ঠিত ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপসে তিনিই স্বর্ণ জিতেছিলেন। এবার বিশ্ব সাঁতারের ম্যারাথনে তিনিও ছিলেন অন্যতম ফেবারিট। পুরুষদের ২৫ কিলোমিটার ম্যারাথন সুইমিংয়ে ভক্ত-সমর্থকদের প্রত্যাশার যথাযথ মূল্যই দিয়েছেন এ ফরাসী তরুণ। তিনি ৫ ঘণ্টা ২ মিনিট ৪৬.৪০ সেকেন্ড সময় নিয়ে শেষ করেছেন সবার আগে। অবশ্য ইতালির মাত্তেও ফুরলান কঠিন চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছিলেন এ্যাক্সেলের। শেষ পর্যন্ত মাত্র ০.৬ সেকেন্ড পিছিয়ে ছিলেন তিনি। ক্ষুদ্র এই ব্যবধানে জিতে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন এ্যাক্সেল। অপরদিকে তৃতীয় স্থানে থাকা রাশিয়ান সাঁতারু এভগেনি ড্রাটিভ খুব বেশি পিছিয়ে ছিলেন না। তিনি এ্যাক্সেলের চেয়ে পিছিয়ে ছিলেন মাত্র ৩.৪০ সেকেন্ড। মহিলাদের রেসে অন্যতম ফেবারিট কুনহা। ব্রাজিলিয়ান এ তরুণী গত আসরেও স্বর্ণপদক জিতেছিলেন। তিনিই সবার আগে শেষ করেন ৫ ঘণ্টা ২১ মিনিট ৫৮.৪০ সেকেন্ড সময় নিয়ে। সবমিলিয়ে তৃতীয়বার তিনি বিশ্ব আসরের এই ইভেন্টে চ্যাম্পিয়ন হলেন। ২০১১ সালে মাত্র ১৯ বছর বয়সে তিনি প্রথমবার বিশ্ব সাঁতারের এই ম্যারাথনে নেমেই চমকে দিয়েছিলেন সবাইকে। সাংহাইয়ে অনুষ্ঠিত হয়েছিল সেবারের বিশ্ব সাঁতার। অবশ্য ২০০৯ সালে রোমে অনুষ্ঠিত বিশ্ব আসরেও নেমেছিলেন। তবে সেবার ১০ কিলোমিটার ম্যারাথনে অংশ নেন ১৭ বছর বয়সী কিশোরী কুনহা। ২০১৩ সালের বিশ্ব সাঁতারে না পারলেও ২০১৫ সালে রাশিয়ার কাজানে আবার চ্যাম্পিয়ন হয়েছিলেন ২৫ কিলোমিটারে। এবার সেই স্বর্ণপদক ধরে রাখলেন কুনহা। কিন্তু রিও অলিম্পিকে গত বছর তিনি সবাইকে হতাশ করেন দশম স্থানে থেকে শেষ করে। বুদাপেস্টে শুক্রবার দ্বিতীয় হয়েছেন হল্যান্ডের শ্যারন ভ্যান রুয়েনডাল। মাত্র ২ সেকেন্ড সময় বেশি নিয়েছেন তিনি। আর ইতালির আরিয়ানা ব্রিডি ব্রোঞ্জ জয় করেন ৯.৮০ সেকেন্ড পিছিয়ে থেকে। চলতি বিশ্ব আসরে এটি কুনহার তৃতীয় পদক। তিনি লেক ব্যালাটনে হওয়া ৫ কিলোমিটার ও ১০ কিলোমিটার ম্যারাথনে ব্রোঞ্জ জিতেছেন এবার। ২৫ কিলোমিটারের ইভেন্ট দিয়ে ওপেন ওয়াটার ইভেন্টের সমাপ্তি ঘটেছে। ফরাসীরাই এই ইভেন্টে সবার চেয়ে এগিয়ে। তারা ৭ ইভেন্টের ৬টিতেই জিতেছে স্বর্ণপদক। পুরুষদের ১০ কিলোমিটারে হল্যান্ডের ফেরি উইয়ার্টম্যান, মেয়েদের ৫ কিলোমিটারে যুক্তরাষ্ট্রের এ্যাশলে টুইশেল স্বর্ণ জিতেছেন। বাকিগুলোতে ফরাসীরাই চ্যাম্পিয়ন।
×