ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

তবু অস্ট্রেলিয়ার আগমনের অপেক্ষায় বিসিবি!

প্রকাশিত: ০৬:১৫, ২৩ জুলাই ২০১৭

তবু অস্ট্রেলিয়ার আগমনের অপেক্ষায় বিসিবি!

স্পোর্টস রিপোর্টার ॥ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) ও অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স এ্যাসোসিয়েশনের (এসিএ) মধ্যকার কোনভাবেই সমঝোতা হচ্ছে না। আর তাতে করে অস্ট্রেলিয়ার বাংলাদেশে আসার বিষয়টিও অনিশ্চিত হয়েই আছে। এমনকি সিএ নাকি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) জানিয়ে দিয়েছে সফর শেষ পর্যন্ত না-ও হতে পারে। বিসিবিকে সেভাবেই প্রস্তুত থাকতে বলেছে সিএ। কিন্তু বিষয়টি একেবারেই উড়িয়ে দিয়েছেন বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন। তিনি বলেছেন, ‘আমরা অস্ট্রেলিয়াকে হোস্ট করার জন্য অপেক্ষা করছি।’ শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের মিডিয়া লাউঞ্জে সিইও অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর নিয়ে কথা বলেন। তিনি জানান, ‘ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজ বাতিল হওয়ার মতো কোন কথা আমাদের হয়নি। তবে আজ (শনিবার) তাদের (সিএ) সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে।’ এমনকি মঙ্গলবার অস্ট্রেলিয়া থেকে পর্যবেক্ষক দলও আসবে বাংলাদেশে। সিইও জানালেন, ‘আগামী ২৫ তারিখ থেকে তাদের একটি পর্যবেক্ষক দল বাংলাদেশ সফর করবে।’ সিইও আরও জানান, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড অস্ট্রেলিয়াকে হোস্ট করার জন্য প্রস্তুতি নিচ্ছে। সেভাবেই আমরা কাজ করছি। আর ক্রিকেট অস্ট্রেলিয়াও নিশ্চয়ই সেভাবেই এগোচ্ছে। তারা এখন যা নিয়ে ব্যস্ত আছে, এটা তাদের নিজস্ব ব্যাপার। এ বিষয়ে কোন মন্তব্য করা উচিত হবে না।’ অস্ট্রেলিয়া না এলে কি হবে? সেই প্রশ্নও উঠেছে। সিইও জানান, ‘আন্তর্জাতিক ক্রিকেটে সবাই ব্যস্ত। এই সময়ে কারা ব্যস্ত আছে, কারা অবসরে আছে, এটা আপনারা এফটিপি দেখলেই বুঝতে পারবেন। এই মুহূর্তে এই বিষয়ে (অস্ট্রেলিয়া না এলে) আমাদের আর কোন মন্তব্য নেই।’ অস্ট্রেলিয়া তো নিরাপত্তা নিয়ে গ্রীনসিগন্যাল দিয়েছেই। তাইতো তারা দলও ঘোষণা করেছে। আসার দিন-তারিখও ঠিক হয়েছে। তাহলে এখন আবার কেন নিরাপত্তা পর্যবেক্ষক দল আসবে? সিইও বলেন, ‘অস্ট্রেলিয়ার নিরাপত্তা পর্যবেক্ষক দল বাংলাদেশের নিরাপত্তা দেখে গেছেন। ইংল্যান্ড সিরিজের সময়ও তারা ঢাকায় ছিলেন এবং নিরাপত্তা পরিস্থিতি তারা দেখে গেছেন। এখন যারা বাংলাদেশ সফরে আসবেন তারা কেবল সুযোগ-সুবিধা বিষয়ক ব্যাপারগুলো দেখবেন। তাদের কোন পরামর্শ থাকলে সেটা বলবেন।’ অস্ট্রেলিয়ার আগমন নিয়ে বারবারই বিসিবিকে আশ্বাস দিতে হচ্ছে। কারণ সিএ ও এসিএ’র মধ্যকার যে আর্থিক বিষয় নিয়ে ঝামেলা চলছে তা মিটছে না। দিন দিন যেন না মেটার ইঙ্গিতই মিলছে। এরমধ্যে অস্ট্রেলিয়া ক্রিকেটাররা আবার দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে খেলার সফরকেও বাদ দিয়েছেন। যদি কোন সুরাহা না হয় তাহলে বাংলাদেশ সফর, ভারত সফরও যে বাদ দেবেন তারা এমনকি এ্যাসেজও খেলবেন না; তা আগেই ইঙ্গিত দিয়েছেন। এবার ইএসপিএন ক্রিকইনফোতে এক রিপোর্ট হয় যে নেতিবাচক ধারণাই বিসিবিকে দেয়া হয়েছে। তাতেই আবার এ নিয়ে বিসিবিকে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে হলো। অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স এ্যাসোসিয়েশন (এসিএ) শুক্রবার জানিয়েছে, ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) সঙ্গে তাদের আলোচনা ভেঙ্গে গেছে। এসিএ বলছে, তাদের দেয়া আর্থিক কাঠামোর সংশোধিত প্রস্তাব প্রত্যাখ্যান করেছে সিএ। সিএ’র দাবি, আলোচনা ভাঙ্গেনি এবং দর কষাকষির সুযোগও শেষ হয়ে যায়নি। ঘটনার নতুন এই মোড়ে আগামী মাসে অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর নিয়ে অনিশ্চয়তা আরও বেড়ে গেছে। তবে আগামী সোমবার সিএ’র প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড ও এসিএ’র প্রধান নির্বাহী এ্যালিস্টার নিকোলসন যথারীতি আলোচনা করবেন। যখন এ দুইপক্ষের মধ্যে আলোচনা বারবার ভেস্তে যাচ্ছে তখনই অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর নিয়ে অনিশ্চয়তা দেখা দিচ্ছে। সময়ও হাতে খুব বেশি নেই। আগামী মাসের ১৮ তারিখে বাংলাদেশে পা রাখার কথা অস্ট্রেলিয়া ক্রিকেটারদের। তার আগে শুরু হওয়ার কথা অনুশীলন। ১০ আগস্ট অস্ট্রেলিয়া ক্রিকেটারদের বাংলাদেশ সফর নিয়ে অনুশীলন ক্যাম্প শুরু করার কথা। কিন্তু ঝামেলা না মিটলে সেই অনুশীলনও স্বাভাবিকভাবেই নাও করতে পারেন ক্রিকেটাররা। সময় যত গড়াচ্ছে অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর বাতিলের শঙ্কা ততই বাড়ছে। কিন্তু বিসিবি এসব নিয়ে ভাবছে না। তারা নেতিবাচক সব বিষয়কে উড়িয়ে দিয়ে অস্ট্রেলিয়ার বাংলাদেশে আগমনের অপেক্ষায় আছে।
×