ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পিএসজিতে যোগ দিচ্ছেন নেইমার- তোলপাড় ফুটবল বিশ্বে

প্রকাশিত: ০৬:১৫, ২৩ জুলাই ২০১৭

পিএসজিতে যোগ দিচ্ছেন নেইমার- তোলপাড় ফুটবল বিশ্বে

স্পোর্টস রিপোর্টার ॥ বেশ কিছুদিন ধরেই গুঞ্জন। গত কয়দিনে তো তা একদম চরমে। বার্সিলোনা ছেড়ে প্যারিস সেন্ট জার্মেইতেই (পিএসজি) নতুন করে ঠিকানা গড়ছেন নেইমার! রেকর্ড মূল্যে পিএসজিতে যাওয়ার খবরেই এখন গোটা ফুটবল বিশ্ব তোলপাড়। এর মধ্যেই নতুন করে হৈচৈ বাঁধিয়ে দেয় নেইমারের একটি ছবি। ইন্সটাগ্রামে যেটি শুক্রবার নিজেই পোস্ট করেন নেইমার। মাঠের মধ্যেই শোয়ে আছেন। থুতনিতে হাত, দৃষ্টি বহুদূর। যুক্তরাষ্ট্রে প্রাক-মৌসুম প্রস্তুতির অনুশীলনের ফাঁকে তোলা সেই ছবি ইন্সটাগ্রামে পোস্ট করার সময় একটা চিন্তার ‘ইমোজি’ও দিয়ে রাখলেন নেইমার। স্পেনের জায়ান্ট ক্লাব বার্সিলোনায় থাকবেন নাকি পিএসজিতেই চলে যাবেন সাবেক সান্তোসের এই তারকা ফুটবলার? তা নিয়ে রাজ্যের চিন্তা, নেইমারের চোখে-মুখে! তবে এসব আশঙ্কাকে উড়িয়ে দিয়েছেন বার্সিলোনার নতুন কোচ আর্নেস্তো ভালভার্দে। তার মতে কোথাও যাচ্ছেন না নেইমার, সকলেই তাকে দলের সঙ্গে দেখতে চায়। ব্রাজিলিয়ান তারকাকে বার্সিলোনায় সবাই খুব ভালবাসে এবং সবাই চায় আরও কয়েকটা বছর সে কাতালান ক্লাবটিতেই থাকুক। এমন দাবি জানিয়ে ভালভার্দে বলেন, ‘তাকে নিয়ে যা হচ্ছে সবই গুজব। আমরা সকলে পুরো পরিস্থিতি বুঝতে পারছি। সে এই মুহূর্তে আমাদের সঙ্গেই আছে। সে এমন একজন খেলোয়াড় যাকে সবাই ভালবাসে এবং তাকে দলে চায়। শুধু ফুটবলার হিসেবেই নয়, ড্রেসিং রুমে একজন ভাল মানুষ ও সতীর্থ হিসেবেও তার সুখ্যাতি রয়েছে। তাকে নিয়ে যা হচ্ছে তাতে বিচলিত হবার কিছু নেই। আমরা এখনও জানি না আদৌ এসব হবে কি হবে না। ভবিষ্যতের কথা এখনই বলা যায় না। কিন্তু এই মুহূর্তে এগুলো নিয়ে শঙ্কার কিছু নাই।’ শুধু ভালভার্দে নয়, বার্সিলোনার মিডফিল্ডার ও অধিনায়ক সার্জিও বাসকোয়েটও নেইমারের ক্লাব ছাড়ার বিষয়টিকে গুজব হিসেবে আখ্যায়িত করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘দলবদলের সময় অনেক ধরনের কথাই হয়, বাজারে অনেক খবর ও মন্তব্য শুনতে হয়। এক্ষেত্রে নেইমারই একমাত্র ব্যক্তি যিনি পুরো বিষয়টা সম্পর্কে জানেন ও বলতে পারবেন। এ ব্যাপারে আমার কিছু বলাই নেই। সে ইতোমধ্যেই জানে যে কোথায় আছে। আমার মনে হয় না বিষয়গুলো নিয়ে নেইমার নিজেও খুব একটা স্বস্তিতে আছে। আশা করছি আরও কয়েক বছর সে বার্সিলোনার সঙ্গেই থাকবে।’ বার্সিলোনার রক্ষণসৈনিক জাভিয়ের মাসচেরানো বিশ্বাস করেন ২৫ বছর বয়সী এই ব্রাজিলিয়ান স্ট্রাইকার আরও কয়েক বছর কাতালান জায়ান্টদের সঙ্গেই থাকবেন। মাসচেরানো বলেন, ‘নেইমার বয়সে এখনও তরুন। সে আমাদের ক্লাবের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। বয়সের কারণেই বার্সিলোনায় তার জন্য উজ্জ্বল ভবিষ্যত অপেক্ষা করছে। আশা করছি সে এই সুযোগ গ্রহণ করবে।’ এদিকে বিভিন্ন গণমাধ্যমের দাবি নেইমার ইতোমধ্যেই তার সতীর্থদের কাছে দল ছাড়ার বিষয়টি জানিয়েছেন। কিন্তু মাসচেরানো জানান, এই ধরনের কোন কথা নেইমার এ পর্যন্ত খেলোয়াড়দের কারও সঙ্গে আলোচনা করেননি। তার মতে এ ব্যাপারে নেইমারকে কোন ধরনের পরামর্শ দেয়াটা কঠিন। শুধু এটুকু বলতে চাই তাকে দলে পেয়ে আমি সত্যিই দারুণ খুশি। সান্তোস থেকে বার্সায় যোগ দেয়ার পর থেকেই আলো ছড়াচ্ছেন নেইমার। তাই ব্রাজিলিয়ান তারকাকে হারাতে হবে তা এখনও মানতে রাজি নয় বার্সিলোনা। তবে কাতালান ক্লাবটি নাকি ঠিকই নেইমারের বিকল্প ভেবে রেখেছে। নেইমারের শূন্যস্থান পূরণে পাওলো দিবালাকে দলে ভেড়াতে চাইছে তারা। বার্সেলোনাভিত্তিক পত্রিকা মুন্ডো দেপোর্তিভো বলছে, সামনা-সামনি নেইমারকে নিয়ে যতই আত্মবিশ্বাসী দেখাক, ভেতরে-ভেতরে পরিস্থিতি নিয়ে খুবই উদ্বিগ্ন বার্সা। দলের এ অবস্থা কাটাতে তাই বিকল্প নিয়ে ভাবতে শুরু করে দিয়েছে তারা। এর মাঝেই লিভারপুলের ফিলিপ কুতিনহোকে কেনার চেষ্টা করেছে কাতালান ক্লাবটি। কিন্তু সে প্রস্তাব ধোপে টেকেনি। এখন তাই দিবালাকে নিয়েই পরিকল্পনা সাজাচ্ছে তারা। এ প্রস্তাব অবশ্য সাদরে গ্রহণ করে নিচ্ছে সমর্থক দল। এক হিসেবে নেইমারের পাল্টা তো দিবালাই। গতবার চ্যাম্পিয়ন্স লীগে নেইমারের কাছেই দ্বিতীয় লেগে হেরেছে পিএসজি। এবার তাই নেইমারকে দলে টানতে কোমর বেঁধে নেমেছে প্যারিসের দলটি। আর এই দিবালাই কোয়ার্টার ফাইনালে জোড়া গোল করেছিলেন বার্সিলোনার সঙ্গে। সেটাই ম্যাচের ফল নির্ধারণ করে দিয়েছিল। তাই দিবালাকে দলে টানাই যে সবচেয়ে ভাল সমাধান! মুন্ডো দেপোর্তিভো আরও দাবি করেছে, বার্সা কর্তৃপক্ষ এখন ভেরাত্তিকে বাদ দিয়ে দিবালাতেই নজর দিয়েছে। একটি সূত্রের দাবি, ৯৫ মিলিয়ন ইউরোর একটি প্রস্তাব নাকি এর মাঝে প্রত্যাখ্যানও করা হয়েছে। তবে বার্সিলোনা দিবালাকে দলে টানার ব্যাপারে খুবই আশাবাদী। প্রথম কারণ মেসি, আর্জেন্টাইন অধিনায়কে গুণমুগ্ধ দিবালা স্বদেশীর সঙ্গে এক দলে খেলতে চান। দ্বিতীয় কারণ দিবালার চুক্তিতে একটি বিশেষ ক্লজ। নতুন চুক্তিতে দিবালার জন্য কোন রিলিজ ক্লজ রাখেনি জুভেন্টাস। কিন্তু ইতালিয়ান বিভিন্ন সূত্রের দাবি, দিবালার অনুরোধে শুধু বার্সিলোনার জন্য একটি ক্লজ রাখা হয়েছিল। ১১০-১২০ মিলিয়ন ইউরোর সে ক্লজ দিয়ে তাই দিবালাকে নিয়ে যেতে পারবে বার্সা। অঙ্কটা এখন বড় মনে হলেও নেইমার যদি আসলেই বার্সিলোনা ছেড়ে যান, তবে ২২২ মিলিয়ন ইউরো খরচ করার উপায়ও তো খুঁজে নিতে হবে বার্সাকে। বার্সিলোনার হয়ে এখন পর্যন্ত নেইমার ১৮৬ ম্যাচে করেছেন ১০৫ গোল। আর জাতীয় দলের জার্সি গায়ে ৭৭ ম্যাচে করেছেন ৫২ গোল। গত মৌসুমটা খুব ভাল কাটেনি বার্সিলোনার। একটি মাত্র শিরোপা জিতেই তৃপ্ত থাকতে হয় তাদের। তাই নতুন মৌসুমে কাতালান ক্লাবটি বেশ সিরিয়াস। আসন্ন মৌসুমকে সামনে রেখে বার্সিলোনা তাই যুক্তরাষ্ট্র সফর শুরু করে দিয়েছে। শনিবার জুভেন্টাসের বিপক্ষে নিউ জার্সিতে ম্যাচ দিয়ে প্রাক-মৌসুম সফর শুরু করে মেসি-নেইমাররা। এরপর বুধবার ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ওয়াশিংটনে ও ২৯ জুলাই মিয়ামিতে এল ক্ল্যাসিকোতে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে।
×