ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মোনাকোয় ক্যারিয়ারের শেষ ডায়মন্ড লীগেও ১০০ মিটার স্প্রিন্টে চমক

সঠিক পথেই আছেন গতি সম্রাট বোল্ট

প্রকাশিত: ০৬:১৪, ২৩ জুলাই ২০১৭

সঠিক পথেই আছেন গতি সম্রাট বোল্ট

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্ব এ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপসের আগে শেষ প্রস্তুতিটা সম্পন্ন হয়ে গেছে ট্র্যাক এ্যান্ড ফিল্ড এ্যাথলেটদের। মোনাকোয় শুক্রবার রাতে অনুষ্ঠিত হয়ে গেল মৌসুমের শেষ ডায়মন্ড লীগ মিট। আর যথারীতি সেখানে জয় তুলে নিয়েছেন সর্বকালের সবচেয়ে গতিধর মানব জ্যামাইকার উসাইন বোল্ট। নিজের মৌসুম সেরা টাইমিং নিয়েই জিতেছেন তিনি। তবে মোনাকোয় নামার আগে হয়েছে অনেক বিতর্ক। অন্যতম প্রতিদ্বন্দ্বী কানাডার তরুণ আন্দ্রে ডি গ্রাসিকে মোনাকোয় ১০০ মিটারে অংশগ্রহণ না করার জন্য বোল্ট প্রভাবিত করেছেন এমন গুঞ্জন ছড়িয়েছে। কারণ বোল্ট ক্যারিয়ারের শেষ মিটে হারতে চাননি। আর হার দিয়ে ক্যারিয়ারের ইতি টানতে চান না জ্যামাইকান ‘বিদ্যুত’ সেটা পরিষ্কার হয়েছে তিনদিন আগেই। তিনি জানিয়েছেন আসন্ন বিশ্বচ্যাম্পিয়নশিপসের ২০০ মিটারে অংশ নেবেন না। কারণ হারের একটি শঙ্কা আছে বলেই আশঙ্কা করছিলেন তিনি। মোনাকোর স্টেড লুইস-এর দুই নম্বর মাঠের ট্র্যাকে বোল্টকে দেখার জন্য ভিড় করেছিলেন ১৭ হাজার দর্শক। কারণ এটাই শেষ সুযোগ সর্বকালের সবচেয়ে গতিধর মানবকে ট্র্যাকের প্রতিযোগিতায় দেখার। এই ভক্ত-সমর্থকদের হতাশ করেননি বোল্ট। তিনিই জয় তুলে নিয়েছেন ৯.৯৫ সেকেন্ড টাইমিংয়ে। যদিও খুব একটা ভাল শুরু করেননি এদিন। বরাবরের মতো এবারও শুরুটা হয়েছে অস্বস্তিতে ভরা অবস্থায়। সে কারণেই তার অন্যতম প্রতিপক্ষ হিসেবে এই রেসে নামা মার্কিন যুক্তরাষ্ট্রের ইসিয়াহ ইয়াং মাত্র ০.০৩ সেকেন্ড পিছিয়ে ছিলেন। তিনি ৯.৯৮ সেকেন্ড সময় নিয়ে হয়েছেন দ্বিতীয়। এই রেসে ডি গ্রাসি অংশ নিলে হয়তো বোল্টের কপালে দুঃখই জুটতো। কানাডিয়ান এ তরুণ গত অলিম্পিক থেকেই বোল্টের অন্যতম প্রতিপক্ষ হিসেবে নিজেকে উপস্থাপিত করেছেন। তিনি পুরুষদের রিলে ইভেন্টে অংশ নিয়েছেন শুধু। তবে ১০০ মিটার স্প্রিন্টেও নামার কথা ছিল তার। কিন্তু বোল্টের জন্যই সরে দাঁড়িয়েছেন শেষ পর্যন্ত এমনটাই গুঞ্জন চারিদিকে। অবশ্য দক্ষিণ আফ্রিকার আকানি সিমবিনও জোর প্রতিপক্ষ ছিলেন বোল্টের। প্রোটিয়া স্প্রিন্টার সিমবিন এই মৌসুমে ৮ বার ১০ সেকেন্ডের নিচে টাইমিং গড়েছেন। তবে শেষ পর্যন্ত ইসিয়াহ মূল প্রতিপক্ষ হয়ে ওঠেন বোল্টের। সিমবিন ১০.০২ সেকেন্ড টাইমিংয়ে হতে পেরেছেন এদিন তৃতীয়। এবারের মৌসুমে ১০ সেকেন্ডের নিচে বেশ কয়েকজন তরুণ স্প্রিন্টার টাইমিং গড়েছেন ১০০ মিটারে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের ক্রিশ্চিয়ান কোলম্যান আছেন সবার ওপরে। তিনি ৯.৮২ সেকেন্ড টাইমিংয়ে ওয়ার্ল্ড লিডিংয়ের শীর্ষ অবস্থান ধরে রেখেছেন এবারের তালিকায়। আর চলতি মৌসুমে মাত্র তৃতীয় রেসে অংশ নিয়েছেন বোল্ট। এর আগে নিজ দেশে কিংস্টনে ১০.০৩ এবং অস্ট্রাভায় ১০.০৬ সেকেন্ড টাইমিং ছিল তার। এবার মোনাকোয় নামার আগে জানিয়েছিলেন ১০ সেকেন্ডের নিচে টাইমিং গড়তে চান। শেষ পর্যন্ত তা করতে পেরেই খুশি বোল্ট। তিনি বলেন, ‘১০ সেকেন্ডের নিচে দৌড় শেষ করাটা সবসময়ই ভাল বিষয়। খুবই উত্তেজনাপূর্ণ রেস ছিল এবং অনেক শক্তি প্রয়োগ করতে হয়েছে।’ ৮ অলিম্পিক স্বর্ণ এবং ১১ বিশ্ব আসরের স্বর্ণপদক জয়ী বোল্ট। এবার তিনি ব্যক্তিগত ও দলীয় ১০০ মিটারে সেটা ধরে রাখার জন্যই নামবেন লন্ডনে। এ বিষয়ে তিনি বলেন, ‘আমার মনে হয় সঠিক পথেই আছি। এই জয়ের পর মনে হচ্ছে লন্ডনে আমিই জিতব।’ ৪ আগস্ট শুরু হবে লন্ডন বিশ্ব আসর, সেখানেই ট্র্যাক এ্যান্ড ফিল্ড জগত থেকে বিদায় ঘটবে কিংবদন্তি বোল্টের। ক্যারিয়ারের শেষ মৌসুমটা তাই দারুণ আবেগের জায়গায় বোল্টের জন্য। তিনি বলেন, ‘আমি সবসময়ই এখানে আসিভক্তদের জন্য। আর অবশ্যই ট্র্যাকের চারপাশে যে পরিবেশ সেটাকে মিস করব। সবসময়ই একটা মিশ্র আবেগ কাজ করে। তবে আমার ক্যারিয়ারের জন্য প্রায় প্রতিটা সময়ই সেটা ছিল সুখের। কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে সমাপ্তির কাছে চলে এসেছি।’ বিশ্ব আসরের পর তাহলে কি করবেন বোল্ট? সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি তিনি।
×