ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রূপগঞ্জে চাঁদার দাবিতে বাড়িতে হামলা

প্রকাশিত: ০৫:৫৩, ২৩ জুলাই ২০১৭

রূপগঞ্জে চাঁদার দাবিতে বাড়িতে হামলা

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ২২ জুলাই ॥ রূপগঞ্জে স্থানীয় মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজের দাবিকৃত চাঁদার টাকা না দেয়ায় এক ইটভাঁটি ব্যবসায়ীর নির্মাণাধীন বাড়িতে হামলা চালানো হয়েছে। এ সময় চাঁদাবাজরা ওই ব্যবসায়ীর পরিবারের একটি প্রাইভেটকার ভাঙচুর করে গাড়িতে থাকা সাড়ে ৩ লাখ টাকা লুটে নেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুটি ধারালো অস্ত্র ও চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ দুলাল শিকদার ওরফে ইয়াবা দুলালকে গ্রেফতার করেছে। শনিবার বিকেলে উপজেলার তারাব পৌরসভার বরপা পূর্বপাড়া এলাকায় ঘটে এ ঘটনা। চাঁদাবাজদের হামলায় আহত নির্মাণ শ্রমিকরা হলেন, রাজ্জাক মিয়া, আব্দুল মজিদ, নাদিম। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ইটভাঁটি ব্যবসায়ী হাজী মুকসুদুল আলম জানান, বরপা পূর্বপাড়ায় সাড়ে ৪ শতাংশ জমি ক্রয় করে বসতবাড়ি নির্মাণ চলমান রয়েছে। বেশ কিছু দিন ধরেই স্থানীয় চাঁদাবাজ দুলাল শিকদার ওরফে ইয়াবা দুলাল, তৈয়ব আলী শিকদার ওরফে বানারশিসহ তাদের লোকজন হাজী মুকসুদুল আলমের কাছে ৬ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে প্রায় সময়ই ওই চাঁদাবাজরা নির্মাণ শ্রমিকদের হুমকি-ধমকি দিত। শনিবার বিকেলে চাঁদাবাজ দুলাল শিকদার ওরফে ইয়াবা দুলাল, তৈয়ব আলী শিকদার ওরফে বানারশিসহ তাদের লোকজন বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে নির্মাণ শ্রমিকদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় রাজ্জাক মিয়া নামে এক নির্মাণ শ্রমিককে টেঁটাবিদ্ধ করে গুরুতর আহত করে। প্রতিবাদ করতে গিয়ে আব্দুল মজিদ ও নাদিমকে পিটিয়ে আহত করে। পোরশায় ক্ষুরা রোগে একাধিক গরুর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২২ জুলাই ॥ পোরশা উপজেলার মশিদপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে গরুর ক্ষুরা রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এ রোগে আক্রান্ত হয়ে ১০ দিনে ৮টি গরু মারা গেছে। জানা গেছে, এ রোগে আক্রান্ত হয়ে শিশা শাহুপাড়া গ্রামের ইকবাল শাহ্র ৮০ হাজার টাকা দামের একটি গাভী, ভবানীপুর গ্রামের পুলক সাহার প্রায় দেড়লাখ টাকা মূল্যের ৩টি, শেখর সাহার ৬০ হাজার টাকার ১টি, কোলাপাড়া গ্রামের আব্দুর রহমান, ইউনুছ আলী ও নাজমা বেগমের প্রায় ৫০ হাজার টাকা দামের ১টি করে গরু মারা গেছে। গরু মালিকরা জানায়, প্রথম অবস্থায় ক্ষুরা রোগ গরুর মুখে আক্রমণ করছে এবং ১/২ দিনের মধ্যে গরু কাঁপুনি দিয়ে মারা যাচ্ছে। এমতাবস্থায় স্থানীয়ভাবে বিভিন্ন প্রকার এ্যান্টিবায়োটিক ওষুধ ও কবিরাজি ওষুধ ব্যবহার করেও রোগ ভাল হচ্ছে না। এ পর্যন্ত পশু সম্পদ অফিস থেকে কেউ আসেনি বলে তারা অভিযোগ করেন।
×