ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কুমিল্লায় ডাক্তারের অবহেলায় ফরাসী নাগরিকের শিশু পুত্রের মৃত্যু

প্রকাশিত: ০৫:৫১, ২৩ জুলাই ২০১৭

কুমিল্লায় ডাক্তারের অবহেলায় ফরাসী নাগরিকের শিশু পুত্রের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ২২ জুলাই ॥ মহানগরীর মিডল্যান্ড নামীয় প্রাইভেট হাসপাতাল কর্তৃপক্ষ এবং ওই হাসপাতালের চিকিৎসক ও কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশু বিভাগের প্রধান ডাঃ আজিজুল হোসেনের অবহেলায় ফ্রান্সের নাগরিক ও আওয়ামী লীগ নেতার শিশুপুত্র প্রিতমের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। শনিবার বিকেলে কুমিল্লা টাউন হলের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন ওই শিশুর পিতা আওয়ামী লীগের ফ্রান্স শাখার যুগ্ম সম্পাদক অধ্যাপক আলমগীর হোসেন অপু। এ সময় তিনি হাসপাতাল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট চিকিৎসকের বিচার দাবি করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অধ্যাপক আলমগীর হোসেন অপু অভিযোগ করে বলেন, জ্বর ও বমিজনিত অসুস্থতার কারণে প্রিতমকে (৬) গত ১৪ জুলাই সকাল ১০টার দিকে কুমিল্লা নগরীর রামঘাটস্থ মিডল্যান্ড হাসপাতালে ডাঃ আজিজুল হোসেনের কাছে নিয়ে যাওয়া হয়। এ সময় ওই ডাক্তার রোগী দেখে কোন পর্যবেক্ষণ ছাড়াই কিছু প্যাথলজি টেস্ট দিয়ে রোগীকে ওই হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। এরপর দিনের সাড়ে ১২টা পর্যন্ত ওই চিকিৎসক অন্যান্য রোগী দেখে বাসায় চলে যান। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, প্রিতমকে তাৎক্ষণিকভাবে ভর্তির পর হাসপাতাল কর্তৃপক্ষ প্রিতমের প্যাথলজিক্যাল টেস্টের উপকরণ সংগ্রহ ও জরুরী রিপোর্ট দিতে চরম গাফিলতি করে। এদিকে রোগীর অবস্থা খারাপ থেকে আরও খারাপ হতে থাকে। অপু বলেন, প্রিতমের অবস্থা সঙ্কটাপন্ন জেনেও কোন খোঁজখবর না নিয়ে বিকেল ৫টার দিকে ডাঃ আজিজুল হক এসে প্যাথলজি টেস্টের রিপোর্ট দেখে আরেকবার কমিশন বাণিজ্যের জন্য প্রিতমকে জরুরী ভিত্তিতে ঢাকার আয়েশা মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। এতে মিডল্যান্ড হাসপাতাল কর্তৃপক্ষ রোগীকে প্রয়োজনীয় ওষুধ সাপোর্ট না দিয়ে তড়িঘড়ি করে এ্যাম্বুলেন্সে উঠিয়ে দেয়। ঢাকার স্কয়ার হাসপাতালে নেয়ার পর রাতে সেখানকার ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে অপু বলেন, আমি দীর্ঘ বছর ধরে ফ্রান্সে বসবাস করছি, আমার ছেলেকে দেশের উন্নত হাসপাতালে চিকিৎসা করানোর আর্থিক সামর্থ্য রয়েছে। কিন্তু মিডল্যান্ড হাসপাতাল কর্তৃপক্ষ সময়মতো প্যাথলজি টেস্ট না করানো, রিপোর্ট দিতে চরম গড়িমসি ও ডাক্তার আজিজুল হক আমার ছেলের অবস্থা সঙ্কটাপন্ন জেনেও সময়মতো সঠিক পরামর্শ না দিয়ে প্রাইভেট রোগী নিয়ে ব্যস্ত থাকেন এবং দীর্ঘ সময় ধরে খোঁজখবর না নিয়ে রোগীর চিকিৎসায় চরম গাফিলতি করেন। মৃত্যুর পূর্বে রোগীর অবস্থা খারাপ বলে তার পছন্দের ঢাকার আয়েশা মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।
×