ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাগর ও রাশেদ এই দুই জঙ্গীই এখন মোস্ট ওয়ান্টেড

প্রকাশিত: ০৫:৪৭, ২৩ জুলাই ২০১৭

সাগর ও রাশেদ এই দুই জঙ্গীই এখন মোস্ট ওয়ান্টেড

শংকর কুমার দে ॥ গুলশান হলি আর্টিজান বেকারিতে জঙ্গী হামলার পরিকল্পনাকারী হাদিসুর রহমান সাগর ও রাশেদ ওরফে র‌্যাশ-এ দুই জঙ্গীই হচ্ছে এখন মোস্ট ওয়ান্টেড। এই দুইজনকে গ্রেফতার করা গেলে গুলশান হলি আর্টিজান বেকারির জঙ্গী হামলার চার্জশীট দ্রুত দেয়া সম্ভব হবে। গুলশান হামলায় চার্জশীট দেয়ার জন্য যে পাঁচজন পলাতক জঙ্গীকে খোঁজা হচ্ছিল তার মধ্যে বর্তমানে এই দুইজনই পলাতক। পলাতক সাগর ও র‌্যাশ-এই দুই জঙ্গীকে গ্রেফতার করা গেলে নব্য জেএমবিনামক জঙ্গী সংগঠনটির নেটওয়ার্ক ভেঙ্গে তছনছ হয়ে যাবে। গুলশান হামলায় গ্রেফতার জঙ্গী হাতকাটা সোহেল মাহফুজকে জিজ্ঞাসাবাদ করে তার দেয়া জবানবন্দীতে এ ধরনের তথ্য পেয়েছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট (টিসিসিটি)। পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের একজন কর্মকর্তা বলেন, গুলশান হামলায় সর্বশেষ যে পাঁচজনকে খোঁজা হচ্ছিল তারা হচ্ছেÑ হাদিসুর রহমান সাগর ও রাশেদ ওরফে র‌্যাশ, বাশারুজ্জামান চকোলেট, ছোট মিজান ও হাতকাটা সোহেল মাহফুজ। চলতি মাসের প্রথম সপ্তাহে সোহেল মাহফুজকে গ্রেফতারের পর অপর চারজন কোথায় আছে তার কাছে জানতে চাওয়া হয়। তদন্তকারী কর্মকর্তাদের প্রশ্নের উত্তরে সোহেল মাহফুজ জানায়, বাশারুজ্জামান ওরফে চকোলেট ও ছোট মিজান চাঁপাইনবাবগঞ্জে পুলিশ অভিযানে নিহত হওয়ার পর তাদের লাশ বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে। অপর দুইজন হাদিসুর রহমান সাগর ও রাশেদ ওরফে র‌্যাশ এখনও পলাতক। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানান, মোহাম্মদপুর এলাকায় বন্দুকযুদ্ধে নিহত গুলশান হামলার অন্যতম পরিকল্পনাকারী নুরুল ইসলাম মারজানের ভগ্নিপতি হচ্ছে হাদিসুর রহমান সাগর। হাদিসুর রহমান সাগরই জঙ্গী পথে আনে নুরুল ইসলাম মারজানকে। মারজান নিহত হওয়ার আগে তার স্ত্রী প্রিয়তি আজিমপুর জঙ্গী আস্তানা থেকে গ্রেফতার হয়েছে। কারগারে প্রিয়তির একটি সন্তান জন্ম হয়েছে বলে জানা গেছে। গ্রেফতার হওয়া হাতকাটা সোহেল মাহফুজ জিজ্ঞাসাবাদে বলেছে, সে যেমন জেএমবি থেকে নব্য জেএমবিতে এসে যোগ দিয়েছে, তেমনি পলাতক হাদিসুর রহমান সাগরও জেএমবি থেকে নব্য জেএমবিতে যোগ দিয়ে দুর্ধর্ষ হয়েছে। স্বল্প শিক্ষিত সাগর খুবই দুর্ধর্ষ ও নিষ্ঠুর প্রকৃতির। একাই জঙ্গী সংগঠন চালাতে সক্ষম এই জঙ্গী ঘন ঘন স্থান বদল করে গ্রেফতার এড়াচ্ছে। অপর পলাতক জঙ্গী রাশেদ ওরফে র‌্যাশ গুলশান হলি আর্টিজান বেকারিতে জঙ্গী হামলাকারী পাঁচ জঙ্গীকে বসুন্ধরায় ভাড়া বাড়িতে নিয়ে গেছে। জঙ্গী হামলার সময়ে পাঁচ জঙ্গী নিহত হওয়ায় র‌্যাশ বসুন্ধরা ছেড়ে পল্লবীর জঙ্গী আস্তানায় যায়। এরপর থেকে র‌্যাশের আর খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানা গেছে। হাতকাটা সোহেল মাহফুজ জবানবন্দীতে হলি আর্টিজান বেকারিতে হামলার অন্যতম দুই পরিকল্পনাকারীর একজন বাশারুজ্জামান ওরফে চকোলেট, মিজানুর রহমান ওরফে ছোট মিজান গত এপ্রিলে চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে নিহত হওয়ার কথা জানিয়েছে। চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানের সময়ে যে চারজন নিহত হয়েছে তাদের বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা হয়েছে। এর মধ্যে বাশারুজ্জামান ওরফে চকোলেট ও ছোট মিজানও রয়েছে বলে জানিয়েছে হাত কাটা সোহেল মাহফুজ। তবে সোহেল মাহফুজের দেয়া জবানবন্দীর তথ্য ছাড়া আর কোন দালিলিক প্রমাণ পায়নি তদন্তকারী কর্তৃপক্ষ। গত ৬ জুলাই চাঁপাইনবাবগঞ্জ থেকে সোহেল মাহফুজকে গ্রেফতারের পর গুলশান হলি আর্টিজান বেকারিতে জঙ্গী হামলার মামলায় দুই দফায় তাকে ১৩ দিন ধরে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট।
×