ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এদেশে রাজনীতিতে পালিয়ে যাওয়ার রেকর্ড শুধু বিএনপিরই ॥ কাদের

প্রকাশিত: ০৫:৩৯, ২৩ জুলাই ২০১৭

এদেশে রাজনীতিতে পালিয়ে যাওয়ার রেকর্ড শুধু বিএনপিরই ॥ কাদের

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি একদিকে লেভেল প্লেয়িং ফিল্ড চায়, অন্যদিকে নিজেরাই রাজনৈতিক পরিবেশ বিষাক্ত করছে তাদের মুখের বিষ দিয়ে। ব্যক্তিগত বিদ্বেষপ্রসূত বক্তব্য মুখের বিষের মতো এবং যা রাজনৈতিক পরিবেশকে বিষাক্ত করছে। তিনি আরও বলেন, আমরা রাজনৈতিক আক্রমণ করছি। হ্যাঁ, আমি বলতেই পারি বেগম জিয়া বিদেশ গেলেন, তাহলে কি তিনি ফিরবেন না? কিন্তু এটা তো ব্যক্তিগত আক্রমণ না। এটা রাজনৈতিক বক্তব্য। পালিয়ে যাওয়ার কথা তিনি বলছেন, বিএনপির নাকি পালিয়ে যাওয়ার রেকর্ড নেই। অথচ বাংলাদেশের মানুষ জানে পালিয়ে যাওয়ার রেকর্ড রাজনীতিতে এদেশে কেবল বিএনপি’রই আছে, অন্য কোন দলের নেই। শনিবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা সেতুর ডিজিটাল টোল প্লাজায় ‘টাচ এ্যান্ড গো’ পদ্ধতিতে যানবাহন থেকে টোল আদায় কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। ওয়ান ইলেভেন নিয়ে বিএনপির নেতাদের বক্তব্যের জবাবে মন্ত্রী বলেন, ওই সময় তাদের ইতিহাস দেশের মানুষ জানে। তাদের এক নেতা রাজনীতি করব না বলে মুচলেকা দিয়ে লন্ডনে পালিয়ে গিয়ে আজ পর্যন্ত দেশে ফেরেননি। বরিশালের ইউএনওর ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জাবাবে সেতুমন্ত্রী বলেন, এ ব্যাপারে প্রশাসনই ব্যবস্থা নেবে। তাকে কারণ দর্শানোর জন্য ১৫ দিনের সময় দেয়া হয়েছে। এর মধ্যে তিনি উপযুক্ত জবাব দিতে ব্যর্থ হলে তাকে চূড়ান্তভাবে বহিষ্কার করা হবে। সেতুমন্ত্রী জানান, দেশে এই প্রথমবারের মতো ‘টাচ্ এ্যান্ড গো’ পদ্ধতিতে টোল আদায়ের সিস্টেমটি চালু করা হয়েছে। এই পদ্ধতি ব্যবহারের ফলে মহাসড়কে যানজটসহ বাড়তি ঝামেলা ও সব ধরনের জটিলতার সমাধান হবে। টোল প্লাজায় এই পদ্ধতি ব্যবহারের জন্য মোট আটটি বুথ বসানো হবে। সব ধরনের ছোট, বড় ও ভারি যানবাহনের জন্য আলাদা বুথ ব্যবহার করা হবে। এ সময় উপস্থিত ছিলেন সড়ক বিভাগের সচিব এমএএন সিদ্দিক, সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসান, অতিরিক্ত সচিব ফারুক জলিল, হাইওয়ে পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি আতিকুল ইসলাম, হাইওয়ে পুলিশের পুলিশ সুপার শফিকুর রহমান, নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান, সড়ক ও জনপথ বিভাগের ঢাকা বিভাগীয় অতিরিক্ত প্রধান প্রকৌশলী আব্দুস সবুর, সহকারী পুলিশ সুপার আক্তারুজ্জামান, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনূর ইসলাম ও কাঁচপুর হাইওয়ে থানার ওসি তৈয়বুর রহমান এবং মেঘনা টোল প্লাজার ঠিকাদারি প্রতিষ্ঠান (সিএনএস) সিইও জিয়া রহমান প্রমুখ।
×