ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শ্রেষ্ঠত্ব ধরে রাখলেন মেজবাহ ও শিরিন

প্রকাশিত: ০৪:৩১, ২২ জুলাই ২০১৭

শ্রেষ্ঠত্ব ধরে রাখলেন মেজবাহ ও শিরিন

অনলাইন ডেস্ক ॥ বাংলাদেশের দ্রুততম মানব মেজবাহ আহমেদ। আর দ্রুততম মানবী শিরিন আক্তার। সামার অ্যাথলেটিকসেও নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছেন তারা দুজন। আজ শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতার শেষ দিনে ছেলেদের ১০০ মিটারে স্বর্ণ জিতেন নৌবাহিনীর মেজবাহ। আর মেয়েদের ১০০ মিটারে স্বর্ণ জিতেন নৌবাহিনীর আরেক অ্যাথলেট শিরিন। আজ মেজবাহ ১০.৮০ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জিতেন। আর শিরিন সময় নেন ১২.৩০ সেকেন্ড। এটা মেজবাহর ষষ্ঠ স্বর্ণ। এর আগে সামার, জাতীয় ও বাংলাদেশ গেমস মিলিয়ে পাঁচটি স্বর্ণ জিতেছিলেন। অন্যদিকে শিরিনের এটা পঞ্চম স্বর্ণ। পঞ্চমবারের মতো দ্রুততম মানবী হলেন তিনি। এবার তার লক্ষ্য এসএ গেমসে পদক জয়। অন্যদিকে মেজবাহর লক্ষ্য টানা ষষ্ঠবারের মতো দ্রুততম মানব হয়ে মোশাররফ হোসেন শামীমের রেকর্ড ছোঁয়া।
×