ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভাঙ্গন থেকে রক্ষা পেতে প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা

প্রকাশিত: ০৪:২১, ২৩ জুলাই ২০১৭

ভাঙ্গন থেকে রক্ষা পেতে প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলন বন্ধ ও নদী ভাঙ্গন থেকে মসজিদ, মাদ্রাসা, রাস্তাঘাট, স্কুল, গোরস্তান ও ফসলি জমি রক্ষায় স্থানীয় প্রশাসনসহ প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেছেন বিয়ানীবাজার উপজেলার আঙ্গুরা মোহাম্মদপুর এলাকাবাসী। শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এমাদ উদ্দিন। বক্তব্যে খরস্রোতা কুশিয়ারা নদীর ভাঙ্গনে ইতোমধ্যে আঙ্গুরা মোহাম্মদপুরের দুই পারের মানুষের ব্যাপক ক্ষতিসাধনের কথা উল্লেখ করে বলা হয়, মসজিদ, স্কুল, মাদ্রাসা, রাস্তাঘাট, ফসলি জমি, বাড়িঘর ও কবরস্থান নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এলাকার সর্বস্তরের মানুষ যখন নদী ভাঙ্গন থেকে নিজেদের অস্তিত্ব রক্ষার সংড়্রামে লিপ্ত, ঠিক সে মুহূর্তে একটি মহল সর্বগ্রাসী অবৈধ ড্রেজার মেশিন লাগিয়ে আঙ্গুরা মোহাম্মদপুরের কুশিয়ারা নদীর দুই কূল ধ্বংস করে দিচ্ছে। অপরিকল্পিত আর স্বেচ্ছাচারিতার মাধ্যমে প্রভাব খাটিয়ে যত্রতত্র ড্রেজিং করার ফলে এলাকার মসজিদ, মাদ্রাসা, বাড়িঘর, ফসলি জমি, রাস্তাঘাট ও কবরস্থান মারাত্মক হুমকির মুখে পড়েছে। এলাকার সর্বস্তরের মানুষের দাবি ও প্রতিবাদ উপেক্ষা করে বালুমহল ইজারার নাম করে একটি প্রভাবশালী মহল ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে যাচ্ছে। এ অবস্থায় গ্রামবাসী সংগঠিত হয়ে মানববন্ধন-সমাবেশসহ প্রতিবাদ কর্মসূচী পালন করেছেন। সিলেটের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন দফতরে অবৈধ ড্রেজার মেশিন বন্ধের দাবি জানিয়ে স্মারকলিপি দিয়েছেন। নিরাপত্তাহীনতায় গাজীপুরে দুই পরিবার স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ ভূমি অফিসের এক দালাল ও তার সহযোগী ভূমিদস্যুরা দু’টি পরিবারকে ভিটেমাটি থেকে উচ্ছেদ করতে নানা জালিয়াতি ও হয়রানি করছে। প্রভাবশালী ওই ভূমিদস্যুদের ভয়ে আতঙ্কিত ওই দু’পরিবারের সদস্যরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছে বলে এক সংবাদ সম্মেলনে দাবি করেছে ভুক্তভোগী পরিবারগুলোর বাচ্চু মিয়া ও আবু তাহের মিয়া। শনিবার দুপুরে গাজীপুর সিটি প্রেসক্লাবে অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের বাচ্চু মিয়া জানান, প্রায় ৩৫ বছর আগে তার বাবা বছর উদ্দিন মারা যান। বাবার মৃত্যুর পর থেকে তার উত্তরসূরিরা গাজীপুর সিটি কর্পোরেশনের বড় ভবানীপুর মৌজার প্রায় সাড়ে ১০ বিঘা জমিতে বাড়ি-ঘর নির্মাণ করে বসবাস করছেন ও চাষাবাদ করে ভোগ দখলে রয়েছেন। জোরপূর্বক দখলের জন্য ভূমিদস্যুরা ওই জমিতে সাইনবোর্ড টানিয়ে দেয় এবং ভিটেমাটি ছেড়ে চলে যাওয়ার জন্য খুনসহ নানা হুমকি দেয় ও ভয়ভীতি দেখায়। মাদকবিরোধী মানববন্ধন স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ ‘মাদকমুক্ত সমাজ গড়ি’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে মাদক বিরোধী মানববন্ধন ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনের আয়োজন করে অবক্ষয় প্রতিরোধ ও সামাজিক উন্নয়ন সংগঠন এবং সদর হাসপাতালপাড়া বহুমুখী সমবায় সমিতি। মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি শেখ রিয়াজুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক আহসান শামীম জিল্লুর রাইন, সদস্য গোলাম মোস্তফা, সোহেল হোসনাইন কায়কোবাদ, স্থানীয় বাসিন্দা সবেবর রহমান প্রমুখ।
×