ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বৃষ্টিতে জলাবদ্ধতা ॥ রান্নাবান্না বন্ধ

প্রকাশিত: ০৪:২০, ২৩ জুলাই ২০১৭

বৃষ্টিতে জলাবদ্ধতা ॥ রান্নাবান্না বন্ধ

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ২২ জুলাই ॥ গৃহবধূ খাদিজা, লাইলি ও আমেনা বেগমের চুলোয় দুই দিনে হাড়ি ওঠেনি। হয়নি রান্না। চাল-ডাল, বাজার-সওদা সব রয়েছে। কিন্তু বৃষ্টির পানিতে সৃষ্ট জলাবদ্ধতায় চুলা পর্যন্ত ডুবে আছে। তিন দিনেও পানি নামছে না। কুয়াকাটা পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের এ তিন গৃহবধূর বসবাস। কেউ আলগা চুলায়। কেউবা পড়শির বাড়িতে রান্না করে দিন পার করছেন। একই দুর্ভোগের দৃশ্য অর্ধশত পরিবারে। শেখবাড়ি থেকে শুরু করে মসজিদ পর্যন্ত একই দৃশ্য। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এমন দশার কথা জানালেন অনেক বাসিন্দা। আবার কেউ বললেন পানি অপসারণের নির্দিষ্ট খাল দখল করে বাড়িঘরসহ স্থাপনা তোলায় জলাবদ্ধতার কবলে পড়েছেন। পৌর কাউন্সিলর মোঃ শাহআলম জলাবদ্ধতার ভোগান্তির কথা স্বীকার করে জানান, তিনি পানি অপসারণের জন্য পাইপ বসিয়ে ড্রেনেজ ব্যবস্থা সচলের কাজ করছেন। তবে পানি নামার মূল খালে অসংখ্য সূক্ষ্ম জাল (আটন জাল) থাকায় খালে পানির প্রবাহ থাকছেনা। স্র্রোত বইছে না। একই দশায় সাত নম্বর ওয়ার্ডের কেরানীপাড়া রাখাইন পল্লীর বাসিন্দাদের। পানিবন্দী হয়ে আছেন তারা। রাখাইন মার্কেটের সামনে এখন প্রায় এক হাত পানি জমে আছে। দোকানিদের বেচাকেনা বন্ধের উপক্রম হয়েছে। মার্কেট থেকে পূর্বদিকে প্রায় এক কিলোমিটার এলাকায় জলাবদ্ধতার কবলে পড়েছে প্রায় দেড়শ’ পরিবার। আবাসিক হোটেল মালিকরা পর্যন্ত বিপাকে পড়েছেন। কুয়াকাটা পৌরসভার মেয়র আব্দুল বারেক মোল্লা জানান, পানি নিষ্কাশনের প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হয়েছে। দুর্ভোগ কেটে যাবে। শিশু চুরির অপবাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোর জেনারেল হাসপাতাল থেকে শিশু চুরির দায় এড়াতে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ মমতাজ পারভীন নামে এক সমাজকর্মীকে ফাঁসানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছে তার পরিবার। শনিবার প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এমন দাবি করেন মমতাজ পারভীনের মেয়ে সাবরিন সুলতানা প্রত্যাশা। প্রত্যাশা বলেন, ‘আমার বাবা গুরুতর অসুস্থ হয়ে পড়ায় গত ৮ জুলাই তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন চিকিৎসকের পরামর্শে আল্ট্রাসনো করাতে বাবাকে নিয়ে আমার মা হাসপাতালের নিচতলায় আসেন। আল্ট্রাসনো রুমের সামনে থেকে বাইরে চিৎকার শুনে আমার মা বেরিয়ে এসে জানতে পারেন একটি শিশু চুরি হয়েছে। এ সময় তিনি ভুক্তভোগীদের আশপাশে খোঁজখবর নেয়ার পরামর্শ দেন। সংবাদ সম্মেলনে মমতাজ পারভীনের ছেলে মেহেদী হাসান, মতিয়ার রহমান, এনামুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।সংবাদ সম্মেলনে ছেলে চুরি হওয়া মায়ের উদ্ধৃতি দিয়ে প্রত্যাশা বলেন, ‘বোরকা পরা এক মহিলা ছেলেটি চুরি করেছে। আমার মা মমতাজ পারভীন ওই দিন হাসপাতালে বোরকা পরে যাননি।’
×