ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

লালমনিরহাটে পৌর কর্মকর্তা-কর্মচারী সমাবেশ

প্রকাশিত: ০৪:১৮, ২৩ জুলাই ২০১৭

লালমনিরহাটে পৌর কর্মকর্তা-কর্মচারী সমাবেশ

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট, ২২ জুলাই ॥ শনিবার বেলা ১১টায় লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে রংপুর বিভাগের ২৯ পৌরসভার প্রায় আট শতাধিক পৌর কর্মকর্তা-কর্মচারী মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সরকারী কোষাগার হতে বকেয়া বেতন প্রদান ও পেনশন চালুর দাবিতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনÑ এ্যাড. সফুরা বেগম রুমি এমপি, বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদের প্রশাসক এ্যাড. মোঃ মতিয়ার রহমান, লালমনিরহাট পৌর মেয়র রিয়াজুল ইসলাম রিন্টু, সৈয়দপুর পৌর মেয়র অধ্যক্ষ আমজাদ হোসেন সরকার, কুড়িগ্রাম পৌর মেয়র আবদুল জলিল ও দিনাজপুর পৌর মেয়র মোঃ জাহাঙ্গীর আলম। প্রধান বক্তা ছিলেন পৌর কর্মকর্তা-কর্মচারী এ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ আবদুল আলীম মোল্লা, বিশেষ বক্তা ছিলেন পৌর কর্মকর্তা-কর্মচারী এ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ শহীদুল ইসলাম। মহাসমাবেশে সভাপতিত্ব করেনÑ রংপুর বিভাগীয় পৌর কর্মকর্তা-কর্মচারী এ্যাসোসিয়েশনের সভাপতি। মহাসমাবেশে বক্তারা দাবি করেন, সরকারী কোষাগার হতে বেতনভাতা প্রদানে। নাটোরে বিলবোর্ড ভাঙ্গার প্রতিবাদে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, নাটোর, ২২ জুলাই ॥ বড়াইগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনস্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডাঃ সিদ্দিকুর রহমানের পক্ষে এলাকাবাসীকে শুভেচ্ছা জানিয়ে টাঙানো বিলবোর্ড ভাঙ্গার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে আওয়ামী লীগ নেতাকর্মীরা। শনিবার সকালে চান্দাই ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে গাড়ফা বাজারে আয়োজিত মানববন্ধনকালে উপজেলা চেয়ারম্যান ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী, সাবেক ইউপি চেয়ারম্যান আতাউর রহমান জিন্নাহ, চান্দাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ইন্তাজ, ওয়ার্ড মেম্বার আন্তাদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আব্দুস সোবহান ও ডাঃ ফেরদৌস আলম বক্তব্য রাখেন। বক্তৃতাকালে উপজেলা চেয়ারম্যান ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী বলেন, গত ৯ জুলাই জোনাইল কলেজ ছাত্রলীগের সম্মেলনে আব্দুল কুদ্দুস এমপি ছাত্রলীগ নেতাকর্মীদের আমার বিলবোর্ড ভেঙ্গে ফেলার জন্য প্রকাশ্যে নির্দেশ দেন। এরপর থেকেই তার সমর্থকেরা ধারাবাহিকভাবে বিভিন্ন স্থানে আমার বিলবোর্ড ভেঙ্গে ফেলছে। উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে গাড়ফা বাজারে উপজেলা চেয়ারম্যানের পক্ষ থেকে এলাকাবাসীকে শুভেচ্ছা জানিয়ে টাঙানো বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত কয়েকটি বিলবোর্ড ভেঙ্গে ফেলে প্রতিপক্ষরা। নওগাঁর সাপাহারে দুই স্কুলছাত্র নিখোঁজ নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২২ জুলাই ॥ সাপাহার উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয়ের দুই স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। সাপাহার উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুল আলমের পুত্র আহসানুল আলম অনুপম (১৫) ও মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জালাল উদ্দীনের পুত্র মাইনুর রহমান দুর্জয় (১৫) তারা দু’জনেই সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। শুক্রবার সকাল ৬টায় অনুপম প্রাইভেট শিক্ষকের নিকট ও দুর্জয় নওগাঁ বালুডাঙ্গা খালার বাড়ি যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। সন্ধ্যা পেরিয়ে গেলেও তারা বাসায় না ফেরায় সন্তানদের চিন্তায় ওই দুই শিক্ষকের পরিবারের সবাই প্রায় অসুস্থ হয়ে পড়ে। ছেলে দু’টি নিখোঁজ হওয়ার পর থেকে তাদের ব্যবহৃত মোবাইল ফোন দুটিও বন্ধ রয়েছে। এ বিষয়ে শুক্রবার রাত সাড়ে ১০টায় সাপাহার থানায় দুটি জিডি করা হয়েছে পরিবারের পক্ষ থেকে। ছেলে দুটির কোথাও কোন সন্ধান পেলে ০১৭১৬-৭২০৬০০ এবং ০১৭২৪-৯৮৫৬২০ নম্বর মোবাইলে সন্ধান দেয়ার জন্য অনুরোধ জানিয়েছেন তাদের অভিভাবকরা। হাটহাজারীতে অগ্নিকা- নিজস্ব সংবাদদাতা, ফটিকছড়ি, ২২ জুলাই ॥ হাটহাজারী উপজেলার গুমানমর্দন ইউনিয়নের ছাদেকনগর গ্রামের নুরুল আলমের বাড়িতে শুক্রবার গভীররাতে এক অগ্নিকা-ে ৪টি বসতঘর ভস্মীভূত হয়েছে। এতে ক্ষতির পরিমাণ আনুমানিক ১৫ লক্ষাধিক টাকা। ক্ষতিগ্রস্তরা হলো- সালায়মান, হারুন, ফারুক এবং বাসু আকতার।
×