ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

স্কুলছাত্র হত্যার বিচার দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ০৪:১৮, ২৩ জুলাই ২০১৭

স্কুলছাত্র হত্যার বিচার দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ স্কুল পড়ুয়া কিশোর মহব্বত শিকদার হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় মানববন্ধন করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের মৌডুবী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে নিহতের সহপাঠী শিক্ষার্থী, স্বজন ও স্থানীয় লোকজনের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীদের দাবি, মহব্বতকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তারা এ হত্যার তীব্র প্রতিবাদ এবং জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মা-ছেলে লন্ডনে বসে নীলনক্সা তৈরি করছেন ॥ চুমকি স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি বলেছেন, ২১ আগস্ট গ্রেনেড হামলার মূল হোতা তারেক রহমান নিজে বাঁচার জন্য আগেই থেকেই লন্ডনে অবস্থান করছে। এবার এতিমের হক আত্মসাত করে খালেদা জিয়াও লন্ডনে পাড়ি জমিয়েছেন। ওইসব ঘটনায় মা-ছেলে দু’জনের বিরুদ্ধেই মামলা হয়েছে। আর ওই মামলা থেকে রেহাই পাবে না বলেই তারা দেশ থেকে লন্ডনে পাড়ি জমিয়েছেন। এখন তারা লন্ডনে বসে দেশের বিরুদ্ধে নতুন নীলনক্সা তৈরি করছেন। তিনি শনিবার দুপুরে কালীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন। শহীদ ময়েজউদ্দিন অডিটরিয়ামে অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মু. মুশফিকুর রহমান। কালীগঞ্জ উপজেলা মৎস্য অধিদফতর আয়োজিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোয়াজ্জেম হোসেন পলাশ, ভাইস চেয়ারম্যান মোঃ আমজাদ হোসেন স্বপন ও মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলী দাস মিলি, কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রণতি বিশ্বাস প্রমুখ। ভালুকায় বিদ্যুতস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ, ২২ জুলাই ॥ শনিবার সকালে ভালুকা উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের নয়নপুর গ্রামে বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে খাদিজা খাতুন (৪৫) নামে গৃহবধূর মৃত্যু হয়েছে। জানা যায়, ঘটনার দিন সকালে নয়নপুর গ্রামের সেকান্দর আলীর স্ত্রী খাদিজা খাতুন বাড়ির পাশের রাস্তায় পড়ে থাকা বিদ্যুতের তার হাত দিয়ে সরাতে গেলে বিদ্যুতায়িত হয়ে আহত হন। ঈশ্বরদীতে ছাত্রলীগের সম্মেলন স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী ॥ শনিবার দিনব্যাপী ঈশ্বরদীতে উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ দশ বছর পর ছাত্রলীগের এ সম্মেলন একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। সম্মেলন উদ্বোধন করেন পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি প্রকৌশলী রুহুল আমিন। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি। প্রধান বক্তা হিসাবে বক্তব্য দেন পাবনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শিবলী সাদিক। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা অসীম কুমার বৈদ্যনাথ,সুপ্রিয় কুন্ডু, উয়ালিউল্লাহ। সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আসিফ হোসেন সোহাগের সভাপতিত্বে বক্তব্য দেন নায়েব আলী বিশ্বাস, নুরুজ্জামান বিশ্বাস।
×