ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যশোর ছাত্রলীগের কমিটি অনুমোদন

প্রকাশিত: ০৪:১৭, ২৩ জুলাই ২০১৭

যশোর ছাত্রলীগের কমিটি অনুমোদন

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ অবশেষে রওশন ইকবাল শাহীকে সভাপতি ও ছালছাবিল আহমেদ জিসানকে সাধারণ সম্পাদক করে জেলা ছাত্রলীগের এক বছর মেয়াদী কমিটির অনুমোদন দেয়া হয়েছে। গত ১৯ জুলাই ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন কমিটি অনুমোদন দিয়েছেন। শুক্রবার কেন্দ্রীয় ছাত্রলীগের ওয়েবসাইটে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে। গত ১০ জুলাই সম্মেলনে কাউন্সিলরদের ভোটে রওশন ইকবাল শাহী সভাপতি ও ছালছাবিল ইসলাম জিসান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এরপর স্থানীয় সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ গ্রুপ কেন্দ্রে অভিযোগ করেন সভাপতি রওশন ইকবাল শাহী বিবাহিত। কেন্দ্রে একটি কাবিননামাও জমা দেয়া হয়। এরপর তোলপাড়ের সৃষ্টি হয়। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি, গোয়েন্দা সংস্থা মাঠে নামে সত্যতা যাচাইয়ে। শেষ পর্যন্ত প্রমাণিত হয় শাহীর কাবিননামাটি ভুয়া। পরবর্তীতে কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে বিষয়টি অবহিত করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কেন্দ্রীয় কমিটি দুই সদস্যের যশোর জেলা ছাত্রলীগের এক বছর মেয়াদী কমিটি অনুমোদন দিয়েছেন। সুনামগঞ্জে ডাকাতির চেষ্টাকালে গ্রেফতার ৫ নিজস্ব সংবাদদাতা, সুনামগঞ্জ, ২২ জুলাই ॥ ডাকাতি করে বাড়ি ফেরার পথে আবারও ডাকাতির চেষ্টাকালে সুনামগঞ্জের জামালগঞ্জে জেলেদের হাতে পাঁচ আটক হয়েছে। পরে এলাকাবাসী জামালগঞ্জ পুলিশকে খবর দিলে থানা-পুলিশ ডাকাতদের থানায় নিয়ে যায়। জানা যায়, শনিবার ভোরে সুনামগঞ্জের ধরমপাশা উপজেলাধীন হাওরপাড়ের এক গ্রাম থেকে ডাকাতি করে ফেরার পথে জামালগঞ্জের হালির হাওরে মৎস্য ব্যবসায়ীর গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে টাকা লুট করে নিয়ে যাওয়ার সময় জেলেরা ডাকাতদের দেখে ধাওয়া করেন। ডাকাতরা একাধিক জেলে নৌকার ধাওয়া খেয়ে একটি নৌকা সদরকান্দির হাওর পাড়ের এক বাড়িতে এসে আশ্রয় নিতে চাইলে গ্রামবাসী তাদের আটক করে। অপর নৌকাটি জেলেদের ধাওয়া খেয়ে পালিয়ে যায়। গ্রামবাসী ডাকাতদের আটক করে ইউপি সদস্য ও চেয়ারম্যানকে খবর দেয়। পরে স্থানীয় চেয়ারম্যান জামালগঞ্জ থানা-পুলিশকে খবর দিলে পুলিশ সদরকান্দি গ্রামে গিয়ে তাদের কাছ থেকে ধারালো অস্ত্র, ইঞ্জিনচালিত নৌকা, ইঞ্জিন, ডাকাতির কিছু মালামালসহ ডাকাতির অন্য উপকরণ জব্দ করে তাদের থানায় নিয়ে যায়। আটককৃত ডাকাতরা হলেনÑ সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার পাইকুরহাটি ইউনিয়নের তানুড়া গ্রামের মিলন মিয়া (২২), কিশোরগঞ্জ জেলার মিটামইন উপজেলার ঢাকী ইউনিয়নের মাহমুদপুর গ্রামের মোখলেছ মিয়া (২৫), একই জায়গার জাহাঙ্গীর হোসেন (২৬) জামালগঞ্জের উত্তর কামলাবাজ গ্রামের দুই ভাই লোকমান মিয়া (২৫) ও ইউনুছ মিয়া (৩০)।
×