ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রফতানিযোগ্য ৪ খাতকে অগ্রাধিকার দিচ্ছে সরকার ॥ শিল্পমন্ত্রী

প্রকাশিত: ০৪:০৮, ২৩ জুলাই ২০১৭

রফতানিযোগ্য ৪ খাতকে অগ্রাধিকার দিচ্ছে সরকার ॥ শিল্পমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি ॥ শিল্পমন্ত্রী আলহাজ আমির হোসেন আমু এমপি বলেছেন, বর্তমান সরকার রফতানিযোগ্য চারটি খাতকে অগ্রাধিকার দিয়ে কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। বাংলাদেশের পাট, চা, চামড়া এবং মৎস্য খাতকে সমৃদ্ধি করে রফতানিযোগ্য করার পদক্ষেপ ইতোমধ্যেই সফলতা অর্জন করেছে। তিনি বলেন, মাছ আমাদের একটি বড় সম্পদ, সবাই মিলে এ খাতকে অগ্রাধিকারভিত্তিতে গ্রহণ করলে একদিকে মানুষ যেমন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে, অন্যদিকে মাছ রফতানি করে দেশ বৈদেশিক মুদ্রাও অর্জন করতে পারে। তিনি শনিবার দুপুর ১২টায় ঝালকাঠি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় মৎস্য সপ্তাহের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। জেলা মৎস্য কর্মকর্তা প্রীতিষ কুমার মল্লিকের সভাপতিত্বে এ অনুষ্ঠানে ঝালকাঠির জেলা প্রশাসক মোঃ হামিদুল হক স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন সিমার। অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ে সফল্য অর্জনকারী বিভিন্ন মৎস্য খামার প্রকল্পের উদ্যোক্তাকে ক্রেস্ট প্রদান করা হয়। শ্রম আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে ইপিজেড আইনে পরিবর্তন আসছে অর্থনৈতিক রিপোর্টার ॥ শ্রম আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে রফতানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (ইপিজেড) আইনে পরিবর্তন আনছে সরকার। এ লক্ষ্যে গত সপ্তাহে বাণিজ্যমন্ত্রী, আইনমন্ত্রী ও শ্রমমন্ত্রীর সঙ্গে সরকারের সংশ্লিষ্ট ঊর্ধতন কর্মকর্তাদের একটি বৈঠক হয়েছে। ওই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আগস্টের প্রথম সপ্তাহে একটি প্রাথমিক খসড়া তৈরি করে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সঙ্গে আলোচনা করে এ আইন চূড়ান্ত করা হবে। এ বিষয়ে শ্রম সচিব মিকাইল শিপার বলেন, ‘আন্তর্জাতিক শ্রম সংস্থার সঙ্গে আলোচনা শেষ করার পর আইন সংশোধনের প্রক্রিয়া শুরু করা হবে।’ রফতানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে ট্রেড ইউনিয়ন করার অধিকার নতুন খসড়ায় থাকবে কিনা জানতে চাইলে শ্রম সচিব বলেন, ‘বাংলাদেশে শ্রম আইনে ট্রেড ইউনিয়ন করার অধিকার আছে এবং এর সঙ্গে সামঞ্জস্য রেখে সংশোধন আনা হবে। তবে ট্রেড ইউনিয়ন শব্দটি ব্যবহার করা হবে কিনা, সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।’ ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোসহ পশ্চিমা দেশগুলো ইপিজেড এলাকায় পূর্ণ ট্রেড ইউনিয়ন করার অধিকার থাকার বিষয়ে একাধিকবার সরকারকে জানিয়েছে। তারা বলেছে, এটি করা না হলে ইইউতে শুল্কমুক্ত বাজার প্রবেশাধিকার সুবিধার ক্ষেত্রে সমস্যা হতে পারে।
×