ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জার্মানিতে পণ্য রফতানি ১০ শতাংশ বেড়েছে

প্রকাশিত: ০৪:০৭, ২৩ জুলাই ২০১৭

জার্মানিতে পণ্য রফতানি ১০ শতাংশ বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ ২০১৬-১৭ অর্থবছরে জার্মানিতে বাংলাদেশী পণ্য রফতানি বেড়েছে। পণ্যের পরিমাণের সঙ্গে বেড়েছে আয়ও। বাংলাদেশ রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্যমতে, আলোচ্য অর্থবছরে দেশটিতে রফতানি আয় আগের অর্থবছরের (২০১৫-১৬) তুলনায় বেড়েছে প্রায় ৯ দশমিক ৮ শতাংশ। ইপিবির তথ্যমতে, ২০১৬-১৭ অর্থবছরে জার্মানিতে রফতানি হয়েছে মোট ৫৪৭ কোটি ডলারের পণ্য। ২০১৫-১৬ অর্থবছরে এর পরিমাণ ছিল ৪৯৮ কোটি ডলার। উল্লেখ্য, জার্মানি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রফতানি বাজার। বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, বাংলাদেশের মোট রফতানিপণ্যের ১৫ শতাংশের বেশি গন্তব্য এখন জার্মানি। জার্মানিতে বাংলাদেশী রফতানিপণ্যের মধ্যে রয়েছেÑ তৈরি পোশাক, মেশিনারিজ, চামড়ার ব্যাগ, জ্বালানি, তথ্যপ্রযুক্তি, আসবাবসহ বিভিন্ন ধরনের পণ্য। যুক্তরাষ্ট্র বাংলাদেশের এক নম্বর রফতানি বাজার হলেও এ বছর তৈরি পোশাক রফতানি জার্মানিতেই বেশি হয়েছে। সংবাদমাধ্যমের তথ্যমতে, চলতি ২০১৬-১৭ অর্থবছরের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম আট মাসে যুক্তরাষ্ট্রের চেয়ে জার্মানিতে পোশাক রফতানি বেড়েছে ১৩ কোটি ডলার বা এক হাজার ৪০ কোটি টাকার। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে দেশটির বাজার স্থিতিশীল ছিল না। ২০২১ সালের মধ্যে ৫ বিলিয়ন ডলার রফতানি সম্ভব ॥ তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী নিজস্ব সংবাদদাতা, নাটোর ॥ ২০১৮ সালের মধ্যে দেশের সকল স্থানে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে হাইস্পিডের ইন্টারনেট সংযোগ দেয়া হবে উল্লেখ করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বর্তমান প্রজন্মকে দক্ষ মানবসম্পদে পরিণত করে কাজ করে যাচ্ছে সরকার। বর্তমান প্রজন্মকে দক্ষ মানবসম্পদে পরিণত করে ২০২১ সালের মধ্যে ৫ বিলিয়ন ডলার রফতানি করা সম্ভব। শনিবার দুপুরে আইসিটি বিভাগের আয়োজনে নাটোরের সিংড়া গোল ই-আফরোজ সরকারী কলেজ মাঠে আইসিটি ক্যারিয়ার ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী আরও বলেন, আইসিটি ক্যারিয়ার ক্যাম্পের মাধ্যমে মেধাবী শিক্ষার্থীদের বাছাই করে তাদের আইসিটি ট্রেনিংয়ের ব্যবস্থা করা হচ্ছে।
×