ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নাটোরে তোতা নামে এক ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার

প্রকাশিত: ০২:২৮, ২২ জুলাই ২০১৭

নাটোরে তোতা নামে এক ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার

সংবাদদাতা, লালপুর ॥ নাটোরের লালপুর ২২ দিন পরে তোঁতা মন্ডল (৪০) নামের এক ব্যক্তিকে উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলা চান্দপুর গ্রামের মৃত গফুর মন্ডলের পুত্র। জানা যায়, ১ লা জুলাই দুপুরে তার নিজ বাড়ী হইতে গোপালপুর বাজারে যাওয়ার কথা বলে বাহির হয়ে যায়, বিকেলে মোবাইল ফোনে তার স্ত্রী কমেলা বেগমকে গোপালপুর বাজারে থেকে বাড়ীতে ফেরার কথা বলে। কিছু সময় পরে কমেলা বেগম তার স্বামীর মোবাইলে ফোন করলে ফোন বন্ধ পাই, তোতা মন্ডল আর তার নিজ বাড়ীতে ফিরে যায়নি। এই বিষয়ে তোতা মন্ডলের স্ত্রী কমেলা বেগম লালপুর থানায় একটি জিডি করেন, জিডি নং-৫৬, তারিখ-২/০৭/২০১৭ ইং। অনেক খোঁজ খবর করেও তাকে পাওয়া যায়নি । ওঠাৎ করে ২১ জুলাই বিকেলে ঈশ্বরদী সরকারী হাসপাতাল থেকে কমেলা বেগমের মোবাইল ফোন করে হাসপাতাল কর্তৃপক্ষ সন্ধান দেই আপনার স্বামী অচেতন হয়ে হাসপালে ভর্তি আছে, আপানারা এসে নিয়ে জান। বিষয়টি কমেলা বেগম লালপুর থানা পুলিশকে অবগত করেন, খবর পেয়ে তোতা মন্ডলকে ঈশ্বরদী হাসপাতাল থেকে অচেতন অবস্থায় লালপুর থানার পুলিশ উদ্ধার করে এনে লালপুর সরকারী হাসপাতালে ভর্তি করেন। এখন পর্যন্ত তোতা মন্ডল অচেতন অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। মতামত, লালপুর থানার ওসি অবু ওবায়েদ বলেন, তোতা মন্ডলকে ঈশ্বরদী হাসপাতাল থেকে উদ্ধার করে এনে লালপুর সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে, তার জ্ঞান ফিরলে জিজ্ঞাসাবাদ করা হবে। তবেই সঠিক ঘটনা জানা যাবে।
×