ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মাদারীপুর সড়কে ধান রোপন করে ব্যবসায়ীদের প্রতিবাদ

প্রকাশিত: ০১:৪৫, ২২ জুলাই ২০১৭

মাদারীপুর সড়কে ধান রোপন করে ব্যবসায়ীদের প্রতিবাদ

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর ॥ মাদারীপুরের একটি বাজারের কর্দমাক্ত বিভিন্ন সড়কে ধানের চারা রোপন করে অভিনব প্রতিবাদ জানিয়েছেন বাজারের ব্যবসায়ীরা। জানা গেছে, সদর উপজেলার মস্তফাপুর বাজার অত্র এলাকার মধ্যে একটি বৃহৎ বাণিজ্যিক কেন্দ্র। এ বাজারে প্রায় ছয়শত ছোট-বড় দোকান রয়েছে। এ বাজার থেকে সরকারের প্রতি বছর রাজস্ব আয় হয় প্রায় ১০ লাখ টাকা। প্রতি বছর বর্ষা মৌসুমে বাজার বেষ্টিত সড়কগুলোতে বৃষ্টির পানি জমে সৃষ্টি হয় স্থায়ী জলাবদ্ধতার। আর এর মধ্যদিয়ে মানুষ ও যানবাহন চলাচল করায় কাদা-পানিতে একাকার হয়ে যায়। ফলে ব্যবসা বাণিজ্যে ধ্বস নামে। এবারও ঠিক একই অবস্থার সৃষ্টি হয়েছে। এ সমস্যা দীর্ঘদিনের হলেও রাস্তা সংস্কার করা বা পানি নিষ্কাসনের কোন উদ্যোগ নেয়নি কেউ। বাজারের ব্যবসায়ীরাও এ সমস্যা সমাধানের আবেদন করেও কোন ফল পায়নি। নিতান্ত প্রয়োজন না হলে কেউ এ বাজারে আসছেন না। ফলে ক্রেতা শুন্য বাজারের ব্যবসায়ীরা সারাদিন দোকানে বসে থেকেও খরচের টাকা তুলতে পারছেন না। তাই তারা এবার নিরুপায় হয়ে বাজারের বিভিন্ন সড়কে পানি ও কাদার মধ্যে ধানের চারা রোপন করে প্রতিবাদ জানিয়েছেন। মস্তফাপুর বাজার কমিটি, ইউনিয়ন পরিষদ, জেলা পরিষদ, উপজেলা পরিষদ বাজারের রাস্তা সংস্কার করা বা পানি নিস্কাসনের কোন ব্যবস্থা না নেয়ায় ব্যবসায়ীরা দিশেহারা হয়ে এ অভিনব প্রতিবাদ জানান।
×