ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মিন্দানাওয়ে বাড়ল জরুরি অবস্থার মেয়াদ

প্রকাশিত: ০১:১৪, ২২ জুলাই ২০১৭

মিন্দানাওয়ে বাড়ল জরুরি অবস্থার মেয়াদ

অনলাইন ডেস্ক ॥ ফিলিপাইনের মিন্দানাও দ্বীপে ইসলামি জঙ্গী দমনে জারি করা জরুরি অবস্থার মেয়াদ বৃদ্ধির প্রস্তাবের পক্ষে ব্যাপক সমর্থন দিয়ে পাস করেছেন দেশটির পার্লামেন্ট সদস্যরা। গত মে মাস থেকে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা দক্ষিণাঞ্চলের মারাওয়ি শহরের কিছু অংশ দখল করে রেখেছে। ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে বলেন, ইসলামি জঙ্গিদের বিদ্রোহ দমনে এই জরুরি অবস্থার মেয়াদ বৃদ্ধি করা প্রয়োজন ছিল। তবে তার সমালোচকদের মতে এটি তার ক্ষমতা শক্তিশালী করার প্রচেষ্টা। মিন্দানাওয়ে আবু সায়্যাফ সহ বেশ কয়েকটি ইসলামি বিদ্রোহী গোষ্ঠী সক্রিয়, তারা মিন্দানাওয়ের আরো স্বায়ত্তশাসন দাবি করে। উল্লেখ্য, জরুরি অবস্থা জারি করা হলে আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী নিয়োজিত করা যায় এবং কোনো অভিযোগ ছাড়াই যেকোনো ব্যক্তিকে দীর্ঘসময় ডিটেকশনের নামে আটকে রাখা যায়। ফিলিপাইনে জরুরি অবস্থা একটি সংবেদনশীল বিষয়। দেশটির কুখ্যাত সাবেক স্বৈরাচারী শাসক ফার্দিনান্দ মার্কোস তার শাসনামলের বেশিরভাগ সময় জরুরি অবস্থা জারি করে রেখেছিলেন। এর আগে ২৩ মে ৬০ দিনের জন্য জারি করা জরুরি অবস্থার মেয়াদ শেষ হয় শনিবার। মেয়াদ বৃদ্ধি হওয়ায় চলতি বছরের ৩১ মে পর্যন্ত জরুরি অবস্থা বহাল থাকবে মিন্দানাওয়ে। মে মাসে মারাওয়ি শহরে পুলিশ কর্মকর্তাদের হত্যার পরে দুতের্তে বলেন, মিন্দানাওয়ের জরুরি অবস্থা পুরো ফিলিপাইনজুড়ে জারি করা হতে পারে। বিবিসি।
×