ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শাহবাগে শিক্ষার্থীদের আহতের ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা ॥ ডিএমপি কমিশনার

প্রকাশিত: ০০:৫৬, ২২ জুলাই ২০১৭

শাহবাগে শিক্ষার্থীদের আহতের ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা ॥ ডিএমপি কমিশনার

স্টাফ রিপোর্টার ॥ ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া জানিয়েছেন, রাজধানীর শাহবাগে শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের গুলিতে এক শিক্ষার্থীর দৃষ্টি হারানোর বিষয়ে দোষী যেই হোক তার বিরদ্ধে ব্যবস্থা নেয়া হবে। শনিবার দুপুরে ডিএমপি হেড কোয়ার্টার্সে এক অনুষ্ঠানের পর তিনি সাংবাদিকদের একথা জানান। গত বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ শিক্ষার্থীদের আন্দোলনে হামলা করে পুলিশ। এ সময় তিতুমীর কলেজের শিক্ষার্থী সিদ্দিকুর রহমানের চোখে আঘাত লাগে। এতে তিনি চোখের দৃষ্টি হারান। শিক্ষার্থীদের অভিযোগ, পুলিশের রাবার বুলেটের গুলিতে সিদ্দিকুর দৃষ্টি হারিয়েছেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আছাদুজ্জামান মিয়া জানান, আমি শুনেছি ঘটনায় এক শিক্ষার্থী আহত হয়েছেন। তবে তাদের বক্তব্য পরস্পরবিরোধী। পুলিশ বলছে, তাদের নিজেদের ঢিলা-ঢিলিতেই ওই শিক্ষার্থী আহত হয়েছেন। শিক্ষার্থীরা দাবি করছে পুলিশের সঙ্গে সংঘর্ষে এমনটি ঘটেছে। ডিএমপি কমিশনার জানান, আমরা সে শিক্ষার্থীর খোঁজখবর রাখছি। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। দোষী যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
×