ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ফতুল্লায় পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে কুপিয়ে হত্যা ॥ শ্যালিকা আহত

প্রকাশিত: ০০:৪১, ২২ জুলাই ২০১৭

ফতুল্লায় পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে কুপিয়ে হত্যা ॥ শ্যালিকা আহত

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার ভূইগড় এলাকায় পারিবারিক কলহের জের ধরে সাবিনা আক্তার (২৫) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে তার স্বামী নাছির উদ্দিন (৩০)। এ সময় বোনকে বাঁচাতে গিয়ে দুলাভাইয়ের অস্ত্রের আঘাতে শ্যালিকা শারমিন (২০) গুরুতর আহত হয়েছে। ঘটনার পর ঘাতক স্বামী নাছির উদ্দিনকে এলাকাবাসী আটক করে পুলিশের কাছে তুলে দিয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার সকাল ১০টায় কড়ইতলা চৌরাবাড়ি এলাকার নূর হোসেনের ভাড়াটিয়া বাসায়। পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বারো বছর আগে রাজধানীর রাজারবাগ এলাকার হযরত আলীর ছেলে নাছির উদ্দিনের সঙ্গে নারায়ণগঞ্জের ফতুল্লার ভূঁইগর কড়ইতলা এলাকার বর্তমান বাসিন্দা গিয়াসউদ্দিনের মেয়ে সাবিনা আক্তারের বিয়ে হয়। তাদের সংসারে দুটি কন্যা সন্তান রয়েছে। নাছির উদ্দিন নেশাগ্রস্থ হওয়ায় প্রায় সময় তার স্ত্রীকে মারধর করতো। এনিয়ে তাদের মধ্যে পারিবারিক কলহের সৃষ্টি হয়। সংসারে বনিবনা না হওয়ায় সাবিনার বাবা মেয়ে ও নাতনিদের ভুইগড় ভাড়াটিয়া বাসায় নিয়ে আসে। শনিবার সকালে নাছির উদ্দিন ওই বাড়িতে গিয়ে ঘরে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দেয় এবং সাবিনাকে ধারালো অস্ত্র দিয়ে এলাপাতাড়ি কুপিয়ে গুরুত্বর আহত করে। এ সময় সাবিনাকে বাঁচাতে তার ছোট বোন শারমিন এগিয়ে আসলে নাছির তাকেও কুপিয়ে আহত করে। পরে আহত দুই বোনকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক সাবিনাকে মৃত বলে ঘোষণা করেন এবং গুরুতর আহত শারমিনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এদিকে স্ত্রী কুপিয়ে হত্যা করে পালিয়ে যাওয়ার সময় নিহতের পরিবারেরর লোকজন ও এলাকাবাসী নাছিরকে আটক করে উত্তম মাধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করে। পুলিশ নিহত সাবিনার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ফতুল্লা থানার ওসি কামালউদ্দিন ঘটনাটি স্বীকার করে জানান, স্বামী নাছির উদ্দিন মাদকাসক্ত। স্বামী-স্ত্রী ঢাকায় বসবাস করত। তাদের সংসারে পারিবারিক কলহ সৃষ্টি হলে গৃহবধূর পিতা তার মেয়েকে ফতুল্লার ভূইগড়ে নিয়ে আসে। পরে স্বামী শনিবার সকালে শ্বশুর বাড়িতে এসে এ নৃশংস ঘটনাটি ঘটায়। এ বিষয়ে থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
×