ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

নওগাঁর সাপাহারে দুই স্কুলছাত্র নিখোঁজ

প্রকাশিত: ০০:০৩, ২২ জুলাই ২০১৭

নওগাঁর সাপাহারে দুই স্কুলছাত্র নিখোঁজ

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ নওগাঁর সাপাহার উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয়ের দুই স্কুল ছাত্র নিখোঁজ হয়েছে। সাপাহার উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাজেদুল আলমের পুত্র মোঃ আহসানুল আলম অনুপম (১৫) ও মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জালাল উদ্দীনের পুত্র মাইনুর রহমান দূর্জয় (১৫) তারা দু’জনেই সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। শুক্রবার সকাল ৬টায় অনুপম প্রাইভেট শিক্ষকের নিকট ও দূর্জয় নওগাঁ বালুডাঙ্গা খালার বাড়ি যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। সন্ধ্যা পেরিয়ে গেলেও তারা বাসায় না ফেরায় সন্তানদের চিন্তায় ওই দুই শিক্ষকের পরিবারের সকলেই প্রায় অসুস্থ্য হয়ে পড়ে। ছেলে দু’টি নিখোঁজ হওয়ার পর থেকে তাদের ব্যবহৃত মোবাইল ফোন দু’টিও বন্ধ রয়েছে। তাদের ব্যবহৃত জামা-কাপড়সহ প্রয়োজনীয় জিনিস পত্র না থাকায় অভিভাবকগণ চরম দুঃচিন্তায় পড়েছেন। নিখোঁজ ছেলে দুটির পরিবারের পক্ষ থেকে সম্ভাব্য সকল আত্মীয় স্বজনদের বাসায় খোঁজ নিয়েও তাদের কোন সন্ধান পাননি। এ বিষয়ে শুক্রবার রাত সাড়ে ১০টায় সাপাহার থানায় পৃথক দু’টি জিডি করা হয়েছে পরিবারের পক্ষ থেকে। ছেলে দু’টির কোথাও কোন সন্ধান পেলে ০১৭১৬-৭২০৬০০ এবং ০১৭২৪-৯৮৫৬২০ নম্বর মোবাইলে সন্ধান দেয়ার জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন তাদের অভিভাবকরা। এব্যাপারে শনিবার সাপাহার থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তাদের উদ্ধারে পুলিশী তৎপরতা অব্যাহত রয়েছে।
×