ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রকাশিত: ২২:২৫, ২২ জুলাই ২০১৭

সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ ৩ জন নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৮ জনকে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের প্রাথমিক টিকিৎসার পর ছেড়ে দেয়া হয়। নিহতদের মধ্যে সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার নওগা ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম গ্রহ (৪৫) ও বাসের সুপারভাইজার মিনাল চন্দ্র রায়ের (৩০) পরিচয় মিলেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় শনিবার দুপুরে তাড়াশ থেকে মটর সাইকেল যোগে সিরাজগঞ্জ আসার পথে সিরাজগঞ্জ- নলকা সড়কের ভদ্রঘাট এলাকায় একটি দ্রুতগামী ট্রাক চাপা দিলে ঘটনা স্থলেই নওগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা আমিনুল ইসলাম গ্রহ নিহত হন। এঘটনায় অপর একজন আহত হয় বলে জানা গেছে। অপরদিকে শনিবার ভোর রাতে কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারি থেকে সুমন এন্টারপ্রাইজের যাত্রীবাহী একটি বাস (ঢাকা মেট্রো-ব, ১৪-৮৮১১) সিরাজগঞ্জ-কাজিপুর সড়ক হয়ে ঢাকা যাচ্ছিলো। বাসটি কাজিপুর-সিরাজগঞ্জ সড়কের সোনামুখী নামকস্থানে পৌঁছলে চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেলে। এসময় বাসটি রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই বাসের সুপারভাইজারসহ ২ জন নিহত ও অন্তত ১৯ জন আহত হয়। উত্তরবঙ্গ মহাসড়কে যানজট এড়াতে এই বিকল্প সড়ক বেছে নিয়ে দুর্ঘটনার শিকার হযেছ্ েবাসটি। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌছে নিহত ও আহতদের উদ্ধার করে।
×