ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শেরপুরে ইমাম বাতায়নের প্রশিক্ষণ শুরু

প্রকাশিত: ২২:২৩, ২২ জুলাই ২০১৭

শেরপুরে ইমাম বাতায়নের প্রশিক্ষণ শুরু

নিজস্ব সংবাদদাতা, শেরপুর ॥ শেরপুরের ঝিনাইগাতীতে মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের জন্য ‘ইমাম বাতায়ন ব্যবহার’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। শনিবার সকালে উপজেলার হাজী অছি আমরুননেসা বালিকা উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাবে ওই প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এজেডএম শরীফ হোসেন। অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) কর্মসূচির সহযোগিতায় উপজেলা প্রশাসন ওই কর্মশালার আয়োজন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মো. নজরুল ইসলাম, হাজী অছি আমরুননেসা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. হাবিবুর রহমান হাবিব, প্রশিক্ষক মো. শফিকুল ইসলাম প্রমুখ। জানা যায়, এ উপজেলার ৭টি ইউনিয়নের ২’শ ৮০ জন ইমাম মুয়াজ্জিনকে ওই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রতিটি ইউনিয়নের ইমাম ও মুয়াজ্জিনগণ আলাদা আলাদা একদিন করে ওই প্রশিক্ষণ গ্রহণ করবেন। প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম ও মুয়াজ্জিনদের নামে পৃথক ‘ইমাম বাতায়ন’ একাউন্ট খুলে দেওয়া হবে এবং প্রত্যেকের আলাদা পাসওয়ার্ড থাকবে। এর মাধ্যমে কম্পিউটার ও অনলাইনে ইমাম মুয়াজ্জিনগণ দেশের বিভিন্ন স্থানের ইমাম ও মুয়াযজ্জিনের সাথে যোগাযোগ ও ইসলাম ধর্ম সম্পর্কিত লেখা জমা দিতে পারবেন।
×