ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বেড়ায় মহাজ্ঞানী সমাবেশ

প্রকাশিত: ২২:২৩, ২২ জুলাই ২০১৭

বেড়ায় মহাজ্ঞানী সমাবেশ

সংবাদদাতা, বেড়া, পাবনা ॥ সুস্থ জাতি ও পরিচ্ছন্ন পরিবেশসম্পন্ন মধ্যম আয়ের বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে পাবনার বেড়ায় শনিবার থেকে শুরু হয়েছে দুই দিন ব্যাপী জনসচেতনতা কর্মসূচী। বেড়া পৌরসভা ও পাওয়ার অ্যান্ড পার্টিসিপেসন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে এই কর্মসূচী। এই কর্মসূচীর নাম দেয়া হয়েছে ‘মহাজ্ঞানী সমাবেশ’। বেড়া পৌর এলাকার সকল স্কুল, কলেজ ও মাদ্রাসার ক্লাস বন্ধ রেখে শনিবার সকাল ১০টায় বেড়া পৌর এলাকার টাউন ক্লাবে স্বাস্থ্য ক্যাম্প উদ্বোধনের মাধ্যমে দিনের কর্মসূচী শুরু হয়। পিপিআরসি’র নির্বাহী চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান এবং ম্যাবের চেয়ারম্যান ও বেড়া পৌরসভার চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল বাতেনের যৌথ উদ্যেগে স্বাস্থ্য ক্যাম্প উদ্বোধনের পর বেলা ১১টায় বেড়া বিপিন বিহারী পাইলট উচ্চ বিদ্যালয়ে শুরু হয় মহাজ্ঞানী সমাবেশ। এতে স্থানীয় জনপ্রতিনিধি, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এরপরে পৌর কার্যালয়ের মিলনায়তন, সম্মেলনকক্ষ ও খোলা চত্বরে এই সঙ্গে অনুষ্ঠিত হয় স্বাস্থ্যসেবা, নগর পরিচ্ছন্নতা, শরীরচর্চা ও ক্রীড়াবিষয়ক জনসচেতনতামূলক আলোচনা। ম্যাবের সভাপতি ও বেড়া পৌর মেয়র আব্দুল বাতেন বলেন, হেলদি বাংলাদেশের লক্ষ্যকে এগিয়ে নেবার জন্য জেলায় জেলায় কর্মসূচী নেওয়া হয়েছে। ধারাবাহিক এ কর্মসূচীর সূচনা হচ্ছ বেড়া পৌর এলাকায় দুই দিন ব্যাপী অনুষ্ঠানের মাধ্যমে। এ জন্য বেড়া পৌরবাসী গর্বিত।
×