ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জলঢাকায় দুই মাসব্যাপী নারীদের দর্জি প্রশিক্ষণের উদ্বোধন

প্রকাশিত: ২২:০৯, ২২ জুলাই ২০১৭

জলঢাকায় দুই মাসব্যাপী নারীদের দর্জি প্রশিক্ষণের উদ্বোধন

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ টেকসই নারী উন্নয়নে বাংলাদেশের প্রান্তিক জনশক্তিকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করার লক্ষ্যে নীলফামারীর জলঢাকা উপজেলায় দুই মাসব্যাপী ভ্রাম্যমান নারীদের অংশগ্রহনে দর্জি প্রশিক্ষন শুরু হয়েছে। এর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাঃ রাশেদুল হক প্রধান। আজ শনিবার সকালে জলঢাকা ভ্রাম্যমান দর্জি বিজ্ঞান কলেজের আয়োজনে সতীঘাট সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে এই প্রশিক্ষন শুরু করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ঐ স্কুলের প্রধান শিক্ষক আতিকুজ্জামান বাবু, জলঢাকা পৌর কাউন্সিলর রহমত আলী, ভ্রাম্যমাণ দর্জি বিজ্ঞান কলেজের উপদেষ্টা প্রভাষক অবিনাশ রায়, প্রশিক্ষক ও পরিচালক শীপেন চন্দ্র সেন প্রমুখ। দুইমাস ব্যাপী প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মধ্য থেকে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জনকারীদের মাঝে উপজেলা নির্বাহী অফিসার মুহাঃ রাশেদুল হক প্রধানের পক্ষ থেকে একটি ও আয়োজকদের পক্ষ থেকে একটি সেলাই মেশিন উপহার দেয়া হবে বলে ঘোষনা দেয়া হয়।
×