ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রোজগারের পথ খুঁজতে ভারতে নজর অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের

প্রকাশিত: ২০:২৮, ২২ জুলাই ২০১৭

রোজগারের পথ খুঁজতে ভারতে নজর অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের

অনলাইন ডেস্ক ॥ সমস্যা যেন কেটেও কাটছে না অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের। চলতি মাসেই ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে চুক্তি শেষ হয়েছে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের। আর এই ঘটনার পরই ঘটে অস্ট্রেলিয় ক্রিকেট ইতিহাসে বিরলতম ঘটনা। ক্রিকেটারদের সঙ্গে চুক্তি শেষ হয়ে গেলেও তা আর নবীকরণ করা হয়নি ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে। এই ঘটনার প্রতিবাদে ইতিমধ্যেই দক্ষিণ আফ্রিকা সফর বাতিল করেছে অস্ট্রেলিয়া এ দলের ক্রিকেটারের, সংশয়ের মুখে অ্যাসেজও। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রোজগারের পথ খুঁজতে ভারতে নিজেদের প্রতিনিধি দল পাঠাতে চলেছে অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা। অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের পক্ষ থেকে ভারতে আসছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটারর্স অ্যাসোসিয়েসানের জেনারেল ম্যানেজার টিম ক্রুইকস্যাঙ্ক। শুক্রবার এক সাক্ষাতকারে ক্রুইকস্যাঙ্ক বলেন, “ভারতে অস্ট্রেলীয় ক্রিকেটারদের জনপ্রিয়তা প্রচুর। আইপিএলের সৌজন্যে স্মিথ থেকে ওয়ার্নার, ও’কিফ থেকে স্টার্ক সকলের জনপ্রিয়তা তুঙ্গে। তাই ভারতেই বিভিন্ন প্রকার বিজ্ঞাপনী প্রচারের বিষয়ে আগ্রহী ওঁরা।” তবে, ভারতে এসে বিজ্ঞপনী জগতে কতটা পসার জমাতে পারেন অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা সেই বিষয় ঘোর সংশয়ে ক্রিকেট প্রেমীরাও। সূত্রা : আনন্দবাজার পত্রিকা
×