ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হোয়াইট হাউসের মুখপাত্র স্পাইসারের পদত্যাগ

প্রকাশিত: ০৮:৩০, ২২ জুলাই ২০১৭

হোয়াইট হাউসের মুখপাত্র স্পাইসারের পদত্যাগ

জনকণ্ঠ ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রে হোয়াইট হাউসের মুখপাত্র সিয়ান স্পাইসার পদত্যাগ করেছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন একজনকে তার শীর্ষ যোগাযোগ কর্মকর্তা নিয়োগ করায় এর প্রতিবাদে স্পাইসার পদত্যাগ করেন। ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’ পত্রিকা বিষয়টি সম্পর্কে ওয়াকিবহাল এক কর্মকর্তার বরাত দিয়ে এ খবর দিয়েছে। খবর ওয়েবসাইটের। পত্রিকাটি বলেছে, ট্রাম্প তার দীর্ঘদিনের সমর্থক, ওয়াল স্ট্রিটের অর্থ যোগানদাতা এন্থনি স্কারামুচিকে নতুন যোগাযোগ পরিচালক হিসেবে নিয়োগ দেয়ায় নাখোশ হয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি স্পাইসার। যুক্তরাষ্ট্রে গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ এবং ট্রাম্পের প্রচার শিবিরের সঙ্গে রাশিয়ার যোগসাজশের অভিযোগ নিয়ে হোয়াইট হাউস তদন্তের খে থাকার সময়টিতেই প্রেসিডেন্টের যোগাযোগ শিবিরে এ রদবদল ঘটল। হোয়াইট হাউসে মেয়াদের বেশির ভাগ সময় প্রেস সেক্রেটারি এবং যোগাযোগ পরিচালক- দুই দায়িত্বই পালন করেছেন স্পাইসার। স্পাইসারের ঘনিষ্ঠ এক কর্মকর্তা জানিয়েছেন, বৃহস্পতিবার রাত থেকেই স্কারামুচির নিয়োগ নিয়ে কানাঘুষা চলছিল। কিন্তু স্পাইসারসহ হোয়াইট হাউসের আরও দুজন উর্ধতন কর্মকর্তা তখনও প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্তের ব্যাপারে কিছুই জানতে পারেননি। ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’ বলেছে, ৪৫ বছর বয়সী স্পাইসার শীর্ষ ওই পদটিতে স্কারামুচিকে নিয়োগের ঘোর বিরোধী। এ নিয়োগকে তিনি ‘বড় ধরনের ভুল’ বলেই মনে করেন।
×