ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মেরুল বাড্ডায় যুবকের লাশ উদ্ধার

প্রকাশিত: ০৮:০৬, ২২ জুলাই ২০১৭

মেরুল বাড্ডায় যুবকের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর হাতিরঝিলের মেরুল বাড্ডা এলাকায় এক অজ্ঞাতনামা যুবকের (১৮) জখম লাশ উদ্ধার করা হয়েছে। তার পরনে ছিল জিন্স প্যান্ট ও কালো শার্ট। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সুমন নামে এক পথচারী জানান, মেরুল বাড্ডা হাতিরঝিলের রাস্তায় রক্তাক্ত অবস্থায় রাত সোয়া ৮টার দিকে তাকে পড়ে থাকতে দেখি। পরে তাকে মেডিক্যালে নিয়ে যাওয়া হয়। তবে তার কি হয়েছিল তা বলতে পারি না। ঢামেক জরুরী বিভাগের মেডিক্যাল অফিসার ডাঃ মশিউর রহমান জানান, মেডিক্যালে আনার আগেই ওই যুবকের মৃত্যু হয়। তার বুকে দুটি ছোট জখম রয়েছে। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে ময়নাতদন্তের পরই তা বলা যাবে। ঢামেক পুলিশ ক্যাম্পের এএসআই বাবুল মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। ছয় অপরাধী গ্রেফতার রাজধানীতে ছয় অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। ভাটারায় জাল টাকাসহ আরমান হাসান রাজ (২০), আরিফ হোসেন (২২) ও আঃ হাই রতন (৩২) নামে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২৫ হাজার জাল টাকা উদ্ধার করা হয়। শুক্রবার দুপুর ডিএমপি গণমাধ্যম শাখার ডিসি মাসুদুর রহমান জানায়, বৃহস্পতিবার রাতে কুড়িল চৌরাস্তা থেকে তাদের গ্রেফতার করা হলেও শুক্রবার দুপুরে এ তথ্যটি জানা যায়। এ বিষয়ে ভাটারা থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে জাল টাকাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও ওই চক্রের অন্যদের খুঁজে বের করার চেষ্টা অব্যাহত আছে। দুই ডাকাত গ্রেফতার চকবাজারে দেশী অস্ত্রসহ শাহিন (২৮) ও মামুন (২৯) নামের দুই ডাকাত গ্রেফতার করেছে পুলিশ। সোয়ারীঘাট মাছ বাজার থেকে বৃহস্পতিবার রাতে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি চাপাতি, একটি চাকু, একটি কাটার ও একটি ছেনি উদ্ধার করা হয়। পলাতক অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। ছিনতাইকারী গ্রেফতার তেজগাঁওয়ে দস্যুতার চেষ্টাকালে আব্দুর রহিম (৪৫) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তার কাছ থেকে একটি দেশী চাকু উদ্ধার করা হয়।
×