ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গ্রাম থিয়েটারের রংপুর বিভাগীয় নাট্যকর্মশালা

প্রকাশিত: ০৭:২০, ২২ জুলাই ২০১৭

গ্রাম থিয়েটারের রংপুর বিভাগীয় নাট্যকর্মশালা

সংস্কৃতি ডেস্ক ॥ ‘হাতের মুঠোয় হাজার বছর আমরা চলেছি সামনে’ এই সেøাগানে বাংলাদেশ গ্রাম থিয়েটারের রংপুর বিভাগীয় তিন দিনব্যাপী আবাসিক নাট্যকর্মশালা বৃহস্পতিবার শুরু“হয়েছে। তিনব্যাপী এই কর্মশালা আজ শনিবার শেষ হচ্ছে। বাংলাদেশ গ্রাম থিয়েটারের রংপুর বিভাগের আয়োজনে রংপুর পাবলিক লাইব্রেরি হলে আবাসিক নাট্যকর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। এতে রংপুর বিভাগের রোকেয়া অঞ্চল, তিতুমীর অঞ্চল, নুরুলদীন অঞ্চল এই তিনটি অঞ্চলের ৩০টি সংগঠনের ৪৬ নাট্যকর্মী অংশ নিচ্ছে। কর্মশালার উদ্বোধনী আলোচনা সভায় সভাপতিত্ব করেন রংপুর বিভাগীয় সমন্বয়কারী জুলফিকার চঞ্চল। অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না, সাংগঠনিক সম্পাদক সাঈদ রিংকু, কার্যনির্বাহী সদস্য আব্দুল হান্নান, রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী কামারুল্লাহ সরকার কামাল, রোকেয়া অঞ্চলের সমন্বয়কারী নিজামুল ইসলাম বাবলু, তিতুমীর অঞ্চলের সমন্বয়কারী আবু বকর সিদ্দিক, পুন্ড্র অঞ্চলের সমন্বয়কারী মিজানুর রহমান, রংপুর সাংস্কৃতিক জোটের সম্পাদক রথীশ চন্দ্র বাবু, প্রবীণ নাট্যজন মনোয়ার হোসেন, আব্দুর রহিম। শুভেচ্ছা বক্তব্য রাখেন কর্মশালার আহ্বায়ক রাজ্জাক মুরাদ, সদস্য সচিব শাহিনুর রহমান মার্শাল। তিন দিনব্যাপী এই নাট্যকর্মশালায় বাংলাদেশ গ্রাম থিয়েটারের ইতিহাস, শারীরিক প্রস্তুতি ও তাৎক্ষণিক উদ্ভাবন, স্তানিসøাভোস্কির অভিনয় সূত্র, নাট্য নির্মাণ,নাট্য প্রযোজনা, নাট্যাচার্য ড. সেলিম আল দীনে দ্বৈতাদ্বৈতবাদ, বর্ণনাত্মক অভিনয় রীতি, থিয়েটার গেম ও চরিত্রায়ন, বর্ণনাত্মক অভিনয় রীতির তুলনামূলক আলোচনা এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে আমাদের করণীয় এবং থিয়েটার ডকুমেন্টেশন ও রিপোর্টিংয়ের ওপর তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।
×