ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভবন পরিত্যক্ত হওয়ায় বারান্দায় ক্লাস

প্রকাশিত: ০৬:২৯, ২২ জুলাই ২০১৭

ভবন পরিত্যক্ত হওয়ায় বারান্দায় ক্লাস

নোয়াখালীর সালেহ্পুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একটি ভবন পরিত্যক্ত ঘোষণা করায় বারান্দায় চলছে শিক্ষার্থীদের পাঠদান। সম্প্রতি বিদ্যালয় ঘুরে দেখা যায়, পিলারের ঢালাই খসে ভেতরের রড বেরিয়ে পড়েছে। খসে পড়েছে অনেক জায়গা। বিদ্যালয়টির প্রধান শিক্ষক পিয়ারা বেগম জানান, ২০১৪ সালে শিক্ষা বিভাগ ভবনটিতে পাঠদান বন্ধ রাখার নির্দেশ দেয়। তিনি বলেন, ‘এজন্য বারান্দায় ক্লাস নিতে হচ্ছে। এতে বাচ্চারা মনোযোগ আটকে রাখতে পারে না। রাস্তার দিকে তাকিয়ে থাকে। ক্লাসে ব্ল্যাকবোর্ড ব্যবহার করাও কষ্টকর হয়ে পড়েছে।’ শিক্ষার্থীদের একজন বলে, ‘বৃষ্টির সময় বিদ্যুত চমকালে ভয় লাগে।’ জানা যায়, ১৯৭০ সালে আধাপাকা টিনশেড ঘরে বিদ্যালটির কার্যক্রম শুরু হয়। বর্তমানে এ বিদ্যালয়ে ছাত্রছাত্রী দুই শ’ ৬৯ জন। প্রতিষ্ঠার পর থেকে কোন সংস্কার না হওয়ায় টিনশেড ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। ১৯৯৭ সালে তিন কক্ষের একটি নতুন ভবন করে এক কক্ষে শিক্ষকদের অফিস ও বাকি দুই কক্ষে পাঠদানের ব্যবস্থা করা হয়। তবে ভবন বন্ধ হয়ে যাওয়ায় আবার শুরু হয় শ্রেণীকক্ষ সঙ্কট। জেলা সহকারী শিক্ষা কর্মকর্তা শাহিনুল ইসলাম মজুমদার জানান, ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ বিদ্যায়ল ভবনগুলোর বিষয়ে উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অচিরেই ঝুঁকিপূর্ণ বিদ্যায়য়ে নতুন ভবন ও জরাজীর্ণ বিদ্যালয় ভবন মেরামতের পরিকল্পনা রয়েছে। -স্টাফ রিপোর্টার
×