ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ছবি ও শব্দের খেলা-৩

প্রকাশিত: ০৬:২২, ২২ জুলাই ২০১৭

ছবি ও শব্দের খেলা-৩

বন্ধুরা, ছবি-শব্দ দেখে নাম বসিয়ে ছকটি পূরণ করে উত্তর পাঠিয়ে দাও ঝিলিমিলির ঠিকানায়। সঠিক উত্তরদাতাদের নাম লটারীর মাধ্যমে ঝিলিমিলিতে প্রকাশ করা হবে। উত্তর পাঠানোর শেষ সময় ২৬ জুলাই, ২০১৭। সঙ্গে তোমার নাম, স্কুলের নাম, শ্রেণী, জেলার নাম লিখে পাঠাতে হবে। খামের ওপর লিখবে ছবি ও শব্দের খেলা-৩ ছবি ও শব্দের খেলার-২ এর সঠিক উত্তরদাতাদের নাম ল্গঅনুপ্রিয়া আশরাফ, সানিডেইল স্কুল, শ্রেণী-৬ষ্ঠ ল্গমোহাম্মদ যারিফ বিন ফায়সাল, সানিডেইল স্কুল, শ্রেণী-৩য় ল্গরাফিয়া আহমেদ, গ্রীনউড্্স ইন্টারন্যাশনাল স্কুল, শ্রেণী-৫ম ল্গউম্মে হাবিবা অহনা, নয়ামাটি (পাগলা) উচ্চ বিদ্যালয়, শ্রেণী-৭ম ল্গমৌসুমী হোসেন, গ্রীনল্যান্ড স্কুল, শ্রেণী-৫ম ল্গস্নিগ্ধা চৌধুরী, ওয়াইডব্লিউসিএ জুনিয়র গার্লস হাইস্কুল, মোহাম্মদপুর, শ্রেণী-২য় ল্গমৃন্ময় দেবনাথ, আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজ, শ্রেণী-৪র্থ ল্গজুবায়ের হোসেন, আকিজ ফাউন্ডেশন স্কুল ও কলেজ, শ্রেণী-৯ম জানা-অজানা ল্গডলফিন অর্থ ঠোঁট। এদের নাক ঠোঁটের মতো। শরীর লম্বাটে। ল্গবাদুড় যেমন আকাশে উড়লেও পাখি নয়, তেমনি ডলফিন পানিতে বাস করলেও মাছ নয়। ল্গবাদুড়ের মতো ডলফিনও স্তন্যপায়ী প্রাণী। ল্গডলফিনকে সমুদ্রে মানুষের বন্ধু বলা হয়। ল্গ‘বটলমুখো’ ডলফিনরা নিজের সন্তান, বন্ধুদের নাম ধরে ডাকে। ন্যাশনাল একাডেমি অব সায়েন্সে এ গবেষণার ফল প্রকাশিত হয়েছে। ল্গসামুদ্রিক ডলফিনের প্রজাতি সংখ্যা বত্রিশটি। ল্গস্বাদুপানির ডলফিনের প্রজাতি সংখ্যা পাঁচটি। উম্মে হাবিবা অহনা নয়ামাটি (পাগলা) উচ্চ বিদ্যালয় শ্রেণী-৭ম
×