ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ব্রিটেনের সর্বকনিষ্ঠ চিকিৎসকের রেকর্ড

প্রকাশিত: ০৫:৪৮, ২২ জুলাই ২০১৭

ব্রিটেনের সর্বকনিষ্ঠ চিকিৎসকের রেকর্ড

বয়স মাত্র ২১ পেরিয়েছে। এর মধ্যেই একটি অনন্য রেকর্ড গড়লেন এই তরুণ। ব্রিটেনের সবচেয়ে কমবয়সী চিকিসৎকের খেতাবও পেয়ে গিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত অর্পণ দোশী। আগামী আগস্টেই ইয়র্কের একটি হাসপাতালে জুনিয়র ডাক্তার হিসেবে কাজ শুরু করবেন তিনি। সোমবার শেফিল্ড বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর অব মেডিসিন এবং ব্যাচেলর অব সার্জারিÑ জোড়া ডিগ্রী লাভ করেছেন অর্পণ। সে দিন তার বয়স ছিল ২১ বছর ৩৩৫ দিন। অর্পণের আগে এই রেকর্ড ছিল র‌্যাচেল ফায়ে হিলের। চিকিৎসকের ডিগ্রী মেলার সময় র‌্যাচেলের বয়স ছিল ২১ বছর ৩৫২ দিন। তবে এই রেকর্ড সম্পর্কে নাকি কিছুই জানতেন না অর্পণ। তিনি বলেন, আমি তো রেকর্ডের বিষয়টাই জানতাম না। আমার বন্ধুরাই ইন্টারনেট ঘেঁটে এই তথ্য বের করেছে। তারাই গোটা ব্যাপারটা আমাকে জানায়। তবে মা-বাবাকে এ নিয়ে এখনও কিছু জানাননি অর্পণ। অর্পণের মা-বাবারা আদতে গুজরাতের গাঁধীনগরের বাসিন্দা। বছর তেরো পর্যন্ত সেখানকার স্থানীয় স্কুলেই পড়াশোনা করেছেন অর্পণ। ব্রিটেনের সংবাদমাধ্যমে তিনি জানিয়েছেন, তার ১৩ বছর বয়সে বাবা ভরত দোশী সে দেশের একটি বেসরকারী ফার্মে কাজের সুযোগ পান। সে সময় পরিবার নিয়ে ভারত থেকে ফ্রান্সে পাড়ি দেন ভরত। সেখানেই বসবাস করতে শুরু করেন তারা। এর পর ফ্রান্সের একটি ইংরেজী মাধ্যম স্কুলে পড়াশোনা শুরু করে কিশোর অর্পণ। ১৭ বছর বয়সে ব্রিটেনের বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার খরচ যোগাতে পার্টটাইম চাকরিও করতে শুরু করেন অর্পণ। অবশেষে নিজের কঠোর পরিশ্রমের ফল মিলেছে অর্পণের। ভবিষ্যতের জন্য এখন থেকে পরিকল্পনা শুরু করে ছিয়েছেন তিনি। অর্পণ বলেন, হার্ট সার্জেন হওয়াটাই আমার স্বপ্ন। -আনন্দবাজার পত্রিকা
×