ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নতুন প্রজন্মকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলতে হবে ॥ শিক্ষামন্ত্রী

প্রকাশিত: ০৩:৫৭, ২১ জুলাই ২০১৭

নতুন প্রজন্মকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলতে হবে ॥ শিক্ষামন্ত্রী

অনলাইন রিপোর্টার ॥ দেশের ভবিষ্যৎ কেমন হবে, তা নতুন প্রজন্মকে গড়ে তোলর উপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেছেন, উন্নত বাংলাদেশ নির্মাণের জন্য আমাদের মূল্যবোধ, চিন্তা- চেতনা ও মন-মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে। আমাদেরকে অবশ্যই নতুন প্রজন্মকে এই পরিবর্তনের জন্য প্রস্তুত করতে হবে এবং নেতৃত্ব দেওয়ার মত যোগ্য, দক্ষ নাগরিক হিসেবেও গড়ে তুলতে হবে। নৈতিক মূল্যবোধসহ তাদেরকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা না হলে নতুন প্রজন্ম দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারবে না। শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সন্তানদের ‘পিএসসি ও জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বৃত্তি প্রদান’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। ডিআরইউ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে পিএসসি ও জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৪৭ জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়। ডিআরইউর পক্ষ থেকে প্রত্যেক শিক্ষার্থীকে দুই হাজার টাকা, ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন শিক্ষামন্ত্রী। অনুষ্ঠানে ওয়ার্ল্ড এডুকেশন কংগ্রেস অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হওয়ায় শিক্ষামন্ত্রীকে অভিনন্দনও জানান ডিআরইউ নেতৃবৃন্দ। ডিআরইউ সভাপতি সাখাওয়াত হোসেন বাদশার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা টাইমস ২৪ ডটকম-এর সম্পাদক আরিফুর রহমান, ডিআরইউ সহ-সভাপতি আবু দারদা জোবায়ের, সাধারণ সম্পাদক মোরসালিন নোমানী এবং সদস্য সন্তানদের অভিভাবকদের পক্ষে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ, সাংবাদিক শাহনেওয়াজ দুলাল, হারুন জামিল প্রমুখ। শিক্ষার্থীদের উদ্দেশে অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আরও বলেন, আমাদের শিক্ষার্থীদের সাধারণ জ্ঞান অনেক ভাল এবং তারা বিশ্বমানের মেধার অধিকারী। শিক্ষার মান কমে নাই। তবে আমরা আরও ভাল মানে পৌঁছতে চাই। তিনি বলেন, জগৎ এখন উন্মুক্ত, তাদেরকে দক্ষ করে তুলতে পারলে বিশ্বের যেকোন জায়গায় তারা কাজ পাবে। শিক্ষামন্ত্রী জানান, আগামী একবছরে সারাদেশে ১৯ হাজার ৫০০ বিদ্যালয় ভবন নির্মাণ করা হবে। এর মধ্যে উপজেলা ও জেলা পর্যায়ে ৪ তলা ভবন এবং বিভাগীয় শহরে ৮ তলা বিশিষ্ট স্কুল ভবন নির্মাণ করা হবে।
×