ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রতি আট ভোটারের একজন বলছেন ট্রাম্পকে আর ভোট দেবে না

প্রকাশিত: ০১:১৭, ২১ জুলাই ২০১৭

প্রতি আট ভোটারের একজন বলছেন ট্রাম্পকে আর ভোট দেবে না

অনলাইন ডেস্ক ॥ গত নির্বাচনে যারা ভোট দিয়ে ডোনাল্ড ট্রাম্পকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত করেছিলেন সেই রিপাবলিকান ভোটারদের প্রতি আটজনের একজন বলছেন, দ্বিতীয়বার যদি ট্রাম্প ভোটযুদ্ধে নামেন তবে তাকে আর ভোট দেবেন না তারা। যুক্তরাষ্ট্রের ক্ষমতারোহনের ছয় মাস পূর্তির দিনে রয়টার্স/ইপসোসের একটি জরিপে এই তথ্য উঠে এসেছে। প্রেসিডেন্টের ক্ষমতা গ্রহণের ছয় মাস পূর্তি উপলক্ষে বিভিন্ন গণমাধ্যম বিভিন্ন আঙ্গিকে তার জনপ্রিয়তা ও কর্মকাণ্ড তুলে ধরেছে। কোনো কোনো গণমাধ্যমে ট্রাম্প এই ছয় মাসের পুরো সময়টা কোন কোন খাতে ব্যয় করেছেন সেই চিত্রও তুলে ধরেছে। জরিপে অংশ নেয়া শতকরা ১২ জন বলেছেন তারা গত নির্বাচনে ট্রাম্পকে ভোট দিয়েছিলেন। ওই নির্বাচন যদি আজ অনুষ্ঠিত হয় তবে তারা আর তাকে ভোট দেবেন না। তবে শতকরা ৮৮ জন বলেছেন তারা ট্রাম্পের কাজে খুব খুশি, এবং পুনরায় ভোট হলে তারা অবশ্যই তাকে আবার ভোট দেবেন। গত মে মাসে ট্রাম্পের ভোটারদের মধ্যে শতকরা ৮২ জন বলেছিলেন তারা আবার ভোট দেবেন। সেই হিসাবে নিজের ভোটারদের মধ্যে জনপ্রিয়তা কিছুটা বেড়েছে তার। রয়টার্স
×