ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিশ্বরেকর্ড গড়া ‘দেসপাসিতো’ মালয়েশিয়ায় নিষিদ্ধ

প্রকাশিত: ০০:৩৭, ২১ জুলাই ২০১৭

বিশ্বরেকর্ড গড়া ‘দেসপাসিতো’ মালয়েশিয়ায় নিষিদ্ধ

অনলাইন ডেস্ক ॥ অনলাইনে বিশ্বে সর্বকালের সবচেয়ে বেশিবার বাজানো গান ‘দেসপাসিতো’ নিষিদ্ধ করেছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ মালয়েশিয়া। এ গানের কথা অশালীন- এই অভিযোগ দেশটির। গত বুধবার রেডিও টেলিভিশন মালয়েশিয়ায় (আরটিএম) গানটির ওপর নিষেধাজ্ঞা জারির ঘোষণা দেন দেশটির যোগাযোগ ও মাল্টিমিডিয়া মন্ত্রী সালেহ সাঈদ কেরুয়াক। এরপর থেকে মালয়েশিয়ার সব রেডিও ও টেলিভিশন চ্যানেলে গানটির প্রচার বন্ধ করে দেয়। সালেহ সাঈদ কেরুয়াক রয়টার্সকে জানান, ‘দেসপাসিতো’ গানটিতে অশালীন কথা রয়েছে বলে অনেকেই অভিযোগ করেছেন। এর পরিপ্রেক্ষিতে এটি নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া গানটি নিষিদ্ধ করার আহ্বান জানিয়ে মালয়েশিয়ান ইসলামিস্ট পার্টি আমানাহ'র মুখপাত্র আতরিজা উমর রয়টার্সকে বলেন, অর্থ না বুঝেই যেভাবে তরুণরা রাস্তাঘাটে ও বাসাবাড়িতে গানটি বাজিয়ে চলেছে, তা আশঙ্কার বিষয়। এজন্য এটি নিষিদ্ধ করার দাবি জানিয়েছি। স্প্যানিশ শব্দ 'দেসপাসিতো' মানে হচ্ছে 'ধীরে'। তবে এই শিরোনামের গানটি যেভাবে লাফিয়ে লাফিয়ে শীর্ষে চলে এসেছে তাতে একে আর যাই বলা হোক 'ধীরে' বলার সুযোগ নেই। ইউনিভার্সাল মিউজিক ল্যাটিন এন্টারটেইনমেন্টের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে মুক্তি পাওয়া গানটি ১৯ জুলাই অনলাইনে বিশ্বের সবচেয়ে বেশিবার বাজানো গানের রেকর্ড গড়ে। ওইদিন পর্যন্ত গানটি ইউটিউব, অ্যাপল মিউজিকসহ বৈশ্বিক বিভিন্ন স্ট্রিমিং প্লাটফর্মে মোট ৪৬০ কোটি বার বাজানো হয়। পুয়ের্তো রিকোর গায়ক লুইস ফনসি ও র‌্যাপার ড্যাডি ইয়াঙ্কির গাওয়া গানটির রিমিক্স ভার্সন তৈরি করে এর বৈশ্বিক প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন জনপ্রিয় কানাডিয়ান পপ গায়ক জাস্টিন বিবার। গানটির রেকর্ড গড়া প্রসঙ্গে এর গায়ক লুইস ফনসি বলেন, অনলাইন স্ট্রিমিং বিশ্বব্যাপী শ্রোতাদের সংযুক্ত করতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে এবং এর মাধ্যমেই গানটি আজ বিশ্বের সর্বত্র পৌঁছে গেছে। এটা সত্যিই অনেক সম্মানের যে 'দেসপাসিতো' এখন বিশ্বের সবচেয়ে বেশিবার স্ট্রিমিং করা গান। বিশ্বে সবচেয়ে বেশিবার স্ট্রিমিং হওয়া গানের রেকর্ডটি এতোদিন ছিল জাস্টিন বিবারেরই 'সরি'র দখলে। ২০১৫ সালে মুক্তি পাওয়ার পর থেকে গানটি বিশ্বব্যাপী বিভিন্ন স্ট্রিমিং প্লাটফর্মে মোট ৪৩৮ কোটিবার বাজানো হয়। সূত্র: রয়টার্স।
×