ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

আল-আকসা মসজিদে ৫০ বছরের নিচে প্রবেশ নিষেধ

প্রকাশিত: ২৩:৩৪, ২১ জুলাই ২০১৭

আল-আকসা মসজিদে ৫০ বছরের নিচে প্রবেশ নিষেধ

অনলাইন ডেস্ক ॥ জেরুজালেমের আল-আকসা মসজিদে ৫০ বছরের কম বয়সী ফিলিস্তিনি পুরুষদের প্রবেশ নিষিদ্ধ করেছে ইসরাইল। দুইদিন বন্ধ থাকার পর গত রোববার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নির্দেশে মসজিদ খুলে দেয় পুলিশ। তবে এর সঙ্গে নতুন নিষেধাজ্ঞা জুড়ে দেয়া হয়েছে। দেশটির পুলিশ জানিয়েছে, ৫০ বছরের কম বয়সী পুরুষ মুসলিমরা আল-আকসা প্রাঙ্গণে প্রবেশ করতে পারবেন না। সম্প্রতি নিরাপত্তা জোরদারের অজুহাতে আল-আকসা মসজিদ এলাকায় মেটাল ডিকটেটর বসিয়েছে পুলিশ। এর জের ধরে বিক্ষোভ হতে পারে আশঙ্কা করে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কিছুদিন আগে সন্দেহভাজন ফিলিস্তিনি বন্দুকধারীদের গুলিতে দুই পুলিশ সদস্য নিহত হওয়ার ঘটনায় আল-আকসা মসজিদে জুমার নামাজ বন্ধ করে দিয়েছিল ইসরাইল। এর পর সপ্তাহজুড়ে ফিলিস্তিনিসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের প্রতিবাদের মুখে মসজিদটি খুলে দেয়া হয়।
×